Calcutta High Court: ২০১০ সালের পর ইস্যু হওয়া OBC সার্টিফিকেট বৈধ নয়, জয়েন্ট এন্ট্রান্সের জন্য নতুন করে প্যানেল তৈরির নির্দেশ আদালতের

Published : May 22, 2025, 10:20 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Cal HC On Medical Joint Entrance: ২০১০ সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বৈধ নয়। হাইকোর্টের নির্দেশে মহাফাঁপড়ে মেডিক্যাল জয়েন্ট এন্ট্রান্সে উত্তীর্ণ পরীক্ষার্থীরা। জানুন বিস্তারিত… 

Cal HC On Medical Joint Entrance: ২০২৪ সালের রাজ্য মেডিক্যালের জয়েন্ট এন্ট্রান্সে নতুন করে ওবিসি প্যানেল তৈরি করে কাউন্সেলিং ও ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট (Calcutta High Court News)। সূত্রের খবর, ২০২৪ সালের রাজ্য মেডিক্যালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ ওবিসি (OBC) প্রার্থীদের নতুন প্যানেল তৈরি করতে হবে। এবং ওই প্যানেল থেকেই কাউন্সেলিং ও ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

এমনটাই নির্দেশ দিয়েছেন, হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। যদিও হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ২০১০ সালের পরে পাওয়া OBC শংসাপত্র রয়েছে যাদের কাছে তাঁরা এই কাউন্সেলিংয়ের সুযোগ পাবেন না। ওই সমস্ত পরীক্ষার্থীদের বাদ দিয়ে নতুন করে এদিন ফের কাউন্সেলিংয়ের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court News)।

জানা গিয়েছে, ২০২৪ সালের মেডিক্যালে জয়েন্ট এন্ট্রান্সে পাশ করা প্রার্থীদের একাংশ কাউন্সেলিংয়ে ডাক পাননি। সেই অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলায় বুধবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। এমনকি ২০১০ সালের পর থেকে রাজ্যে ইস্যু হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মামলা এখনও শীর্ষ আদালতে বিচারাধীন। যদিও তার মধ্যে কলকাতা হাইকোর্টের রায়ের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট (Supreme Court)।

আদালত সূত্রে খবর, ২০২৪ সালে রাজ্য মেডিক্যালে স্নাতকোত্তর স্তরের ওই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার পর কাউন্সেলিংয়ে ডাক না পেয়ে আদালতে মামলা করেন মামনি সাউ-সহ বেশ কয়েকজন উত্তীর্ণ পরীক্ষার্থী। মামলাকারীরা এই আদালতে দাবি করে জানান যে, তাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কাউন্সেলিং প্রক্রিয়ার জন্যও নির্বাচিত হয়েছেন। কিন্তু তাঁদের কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়নি। মামলাকারীদের আইনজীবী রঘুনাথ চক্রবর্তী এবং সৈকত ঠাকুরতা আদালতে অভিযোগ করে বলেন, ''তাঁরা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারেননি। ফলে কোনও মেডিক্যাল কলেজে তাঁরা ভর্তি হতে পারছেন না। তারউপর এরই মধ্যে ২০২৫ সালেরও ভর্তির বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।''

মামলাকারীদের আইনজীবীদের তরফে এই অভিযোগ শুনে বুধবার মামলার শুনানিতে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ডিরেক্টরকে দু-ঘণ্টার মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি কৌশিক চন্দ। ওই আধিকারিকেরা আদালতে হাজির হয়ে জানান, ২০১০ সালের পর রাজ্যে ইস্যু হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল হওয়ার কারণে তাঁদের কাউন্সেলিং করা যায়নি। এই কথা শুনে বিচারপতি কৌশিক চন্দ জানান, ২০১০ সালের আগের ওবিসি শংসাপত্র নিয়ে কোনও সমস্যা নেই। সেখানে ৬৬টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল। তাঁদেরকে নিয়েই নতুন প্যানেল তৈরি করে, সেখান থেকেই কাউন্সেলিং এবং ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

অন্যদিকে,  বুধবারই মুর্শিদাবাদে দাঙ্গার ঘটনা নিয়ে হাইকোর্ট গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম রিপোর্ট জমা করেছে। সেই টিমের রিপোর্টে রয়েছে বিস্ফোরক তথ্য! রিপোর্টে দাঙ্গায় মদতে একাধিক শাসকদলের নেতার নাম রয়েছে বলে সূত্রের খবর! রিপোর্টে প্রশ্নের মুখে পুলিশি নিষ্ক্রিয়তাও। মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধিত আইনের প্রতিবাদে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনায় বিস্ফোরক রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্ট দ্বারা গঠিত তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। রিপোর্টে শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে সরাসরি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। এমনকী হিংসা হচ্ছে দেখেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলেও দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?