West Bengal News: রাতের আকাশে ফের রহস্যময় ড্রোনের ঘোরাফেরা, চাঞ্চল্য গঙ্গাসাগরে

Published : May 22, 2025, 09:43 AM IST
Drone

সংক্ষিপ্ত

Mysterious Drone News: কলকাতার পর এবার গঙ্গাসাগর। রাতের আকাশে দেখা মিলল পাঁচটি রহস্যময় আলোক বস্তুর। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য এলাকায়। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন… 

Mysterious Drone News: রাতের আকাশে শহর কলকাতার মাথায় চক্কর কেটেছে সাত-সাতটি ড্রোন। রহস্যময় সেই ড্রোনের সমস্যার সমাধান না হতেই আবার রাতের আকাশে দেখা মিলল ড্রোনের। তবে এবার আর কলকাতা নয়। রহস্যময় ওই আলোক বস্তুর দেখা মিলেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর এলাকায়।

সূত্রের খবর, বুধবার এমনিতেই রাজ্য জুড়ে সন্ধ্যার পর থেকেই ঝড়বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই ওই উড়ন্ত আলোকবস্তুগুলিকে রাতের আকাশে দেখা গিয়েছে। একসঙ্গে প্রায় পাঁচটি ওরকম আলোকবস্তুকে রাতের আকাশে দেখা গিয়েছে। এই বিষয়ে সুন্দরববন জেলা পুলিশের গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, এই আলোকবস্তুগুলি প্রথম দেখা যায় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ। দ্বিতীয়বার আবার সেগুলি রাত সাড়ে ১০টায় দেখা যায়। নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের।

জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের অনেকেই ওই ড্রোনগুলি দেখতে পেয়েছেন বলে জানা গিয়েছে। এরমধ্যে ৩টি ড্রোন আকারে বড় ছিল বলে জানা গিয়েছে। বিষয়টি ইতিমধ্যে উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনীর নজরে আনা হয়েছে। রাতের আকাশে যে রহস্যময় ড্রোন দেখা গিয়েছে সেই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সুন্দরবন জেলা পুলিশ (Sundarbans Police)। এই বিষয়ে সুন্দরবনের সব উপকূল থানাকে সতর্ক করা হয়েছে। সন্দেহজনক কিছু দেখলেই পুলিশ সুপারের সঙ্গে বিষয়টি জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে গঙ্গাসাগর এলাকায় এই রহস্যময় ড্রোনগুলি আসলো তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, এবার কলকাতার আকাশে দেখা গেল ড্রোন। একটা নয়, একেবারে সাত - সাতটি। প্রায় ৪৫ মিনিট ধরে কলকাতার প্রাণকেন্দ্রের আকাশে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। ভবানীপুর, ময়দান, রবীন্দ্র সদন এলাকার ওপর দিয়ে চক্কর কাটতে দেখা যায় ড্রোনগুলিকে। আকাশে দেখা মেলে ৭টি ড্রোনের। সোমবার রাত পৌনে দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওড়ে ড্রোনগুলি।

জানা গিয়েছে, মহেশতলা এলাকার দিক থেকে উড়ে আসে ড্রোনগুলি। হেস্টিংস হয়ে ফোর্ট উইলিয়াম, ব্রিগেড, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আকাশে ওড়ে ড্রোনগুলি। উড়ন্ত ড্রোনকে প্রথম দেখেন কলকাতা পুলিশের আধিকারিকরা। লালবাজার কন্ট্রোল রুমকে ড্রোনের বিষয়ে জানানো হয়। ওই অঞ্চলের সমস্ত থানাকে সতর্ক করা হয়। থানার পক্ষ থেকে টিম রাস্তায় নামে।

দুটি ড্রোন পূর্ব কলকাতা ও দুটি ড্রোন উত্তর কলকাতার দিকে বেরিয়ে যায়। ড্রোনের রহস্যভেদ করার চেষ্টা চালাচ্ছে সেনা, বায়ুসেনা, কলকাতা পুলিশ। ড্রোন-রহস্যের তদন্তে গোয়েন্দা দফতরও। কোথা থেকে এল ড্রোন, সেই রহস্যের এখনও মীমাংসা হয়নি। ইস্টার্ন কমান্ডের হেড কোয়ার্টার এখানেই । এই অঞ্চলে ড্রোন ওড়াতে গেলে আগে থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এক্ষেত্রে ড্রোনের কোনও অনুমতি নেওয়া ছিল না বলেই জানা গিয়েছে।

পহেলগাঁও হামলার পর থেকেই চরমে ভারত-পাক দ্বন্ধ। ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর লাগাতার পাল্টা হামলা চালানোর চেষ্টা অব্যাহত রেখেছে পাকিস্তান। কিছুদিন আগেই কাশ্মীর সীমান্তে ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। ভারতীয় সেনার তৎপরতায় সেই অপচেষ্টা বিফলে গিয়েছে। আর এবার খোদ সিটি অফ জয়ের (Kolkata News) আকাশে একটি নয়, সাত সাতটি ড্রোনের দেখা মিলল। যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন লালবাজারের পুলিশ কর্তারা।

পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে মহেশতলা এবংং বেহালার দিকে থেকে পরপর মোট সাতটি ড্রোনকে আসতে দেখা যায়। ড্রোনগুলি প্রথমে হেস্টিংস এলাকায় ঘোরাঘুরি করে। কারণ, ওই এলাকায় দ্বিতীয় হুগলী সেতু, ফোর্ট উইলিয়ামের মতো গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এরপর চারটি ড্রোন ময়দানের উপর দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে যায়। সেখান থেকে সেগুলি কিছুক্ষণ ঘোরাফেরা করে জওহরলাল নেহেরু রোডের উপর একটি বহুতলের আশপাশে ঘুরতে থাকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?