ফের আদালত অবমাননা! স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট

Published : May 05, 2024, 09:56 AM IST
Calcutta High Court

সংক্ষিপ্ত

এবার আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট।

এবার আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার জন্য করলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারতি সব্যসাচী ভট্টাচার্য।

আদালত সূত্র থেকে জানা গিয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য জানতে চেয়ে আরটিআই করেছিলেন অভিজিৎ গুপ্ত নামের এক মামলাকারী। কিন্তু সেই তথ্য পেশ করেনি রাজ্য। ৭ দিনের মধ্যে আরটিআইয়ের উত্তর দিতে বলা হলেও রাজ্য সরকারের তরফ থেকে কোনও নির্দেশ পালন করা হয়নি। যার দরুণই আদালত অবমাননার মামলা করা হল স্টেট অফিসারের বিরুদ্ধে।

এদিন মামলা শুনানি চলাকালীন রাজ্যের প্রতি চরম ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি ভট্টাচার্য। এদিন বিচারপতি বলেন, "এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে। আর কোনও ভাবেই সুযোগ দেওয়া হয়নি।"

PREV
click me!

Recommended Stories

Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের
বাবরি মসজিদের জন্য কোটি কোটি টাকা হুমায়ুন কবীরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, তলব করল SBI