Abhijit Gangopadhyay: বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা হাইকোর্টের বিচারপতিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর একের পর এক রায় শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে, বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছে।

পদত্যাগ করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিদ্ধান্ত যথেষ্ট ইঙ্গিতবাহী। তিনি কোনও দলের হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। অবসরের আর মাত্র পাঁচ মাস বাকি ছিল। তার আগেই অবসরের কথা জানিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। অবসরের কথা জানিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, শাসক দল তাঁকে ভোটের ময়দানে লড়াই করার আহ্বান জানিয়েছিল। সেই চ্যালেঞ্জ গ্রহণ করছেন তিনি।

ভোটের ময়দানে 'ভগবান'?

Latest Videos

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক রায় দিয়ে নিয়োগের দাবিতে আন্দোলন-অনশন চালিয়ে যাওয়া ব্যক্তিদের কাছে 'ভগবান' হয়ে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে আলোচনা শুরু হয়। সাধারণ মানুষের কাছে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবার তিনি যদি কোনও রাজনৈতিক দলে যোগ দিয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হন, তাহলে যে কেন্দ্রে তিনি প্রার্থী হবেন সেই কেন্দ্রের লড়াই আকর্ষণীয় হয়ে উঠবে।

বিজেপি-তে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়?

বিজেপি-র অন্দরমহল সূত্রে খবর, বৃহস্পতিবার রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে দলে যোগ দিচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন বলেও শোনা যাচ্ছে। তবে বিচারপতি গঙ্গোপাধ্যায় কোন দলে যোগ দেবেন সেটা এখনও স্পষ্ট করেননি। বিজেপি রাজ্য সভাপতি তাঁকে সৎ, ভালো মানুষ বলে উল্লেখ করেছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, তিনি তৃণমূলে যোগ দেবেন না। ফলে বিজেপি-তে যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, শুনবেন এই মামলাগুলি

Supreme Court: ১১ হাজার ৭৬৫ জনের চাকরি! প্রাথমিক মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট

Supreme Court: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হল মেডিকেল মামলা, বিচাপতিদের সংঘাতে এবার কড়া সুপ্রিম কোর্ট

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today