‘ঝাঁকে ঝাঁকে চাকরি বিক্রি হয়েছে’, আদালতে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অপ্রশিক্ষিত শিক্ষকদের মধ্যে আপাতত ৩২ হাজার জনের চাকরি বাতিল হচ্ছে।
কমে গেল চাকরি হারাদের সংখ্যা। পশ্চিমবঙ্গে অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের রায়ে ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেই রায়ে সংশোধন হল মঙ্গলবার। এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘোষণা করলেন যে, ৩৬ হাজার নয়, আপাতত চাকরি যাবে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের। ভুল সংশোধন হওয়ার পর বঙ্গে আপাতত স্বস্তি পেলেন ৪ হাজার জন শিক্ষক-শিক্ষিকা।
৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলায় নির্দেশ বদল হল কলকাতা হাইকোর্টের। পূর্ববর্তী রায় সংশোধন করে আপাতত ৩৬ হাজার জনের বদলে ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৩৬ হাজারের তালিকায় ছাপানোর ভুল রয়েছে বলে আবেদন করা হয়েছিল, দাবি ছিল যে, প্রশিক্ষিত হলেও বহু শিক্ষকের নাম অপ্রশিক্ষিতের তালিকায় ঢুকে গেছে। সেই আর্জির পরেই আজ হাইকোর্টের নির্দেশে প্রায় ৩২ হাজার জন অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হল। প্রায় ৪ হাজার জন শিক্ষকের চাকরি বহাল রইল।
অপ্রশিক্ষিত হওয়া সত্ত্বেও টেট পরীক্ষায় পাশ করায় তৃণমূল নেতা তথা রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার। কিন্তু, অপ্রশিক্ষিতদের চাকরি বাতিলের রায়ের পর এবার ববিতার চাকরিটিও বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ নির্দেশ দিয়েছেন যে, প্রশিক্ষণ থাকার কারণে ববিতার চাকরিটি পাবেন অনামিকা বিশ্বাস রায়।
আরও পড়ুন-
‘স্কুলের মধ্যে বোম রাখা আছে’, সকাল সাড়ে ছটায় দিল্লির স্কুল কর্তৃপক্ষের ইমেল বক্সে চাঞ্চল্যকর হুমকি
‘ডিপ্লোমা ডাক্তার’ নয়, তিন বছরের কোর্সে সায় দিল না রাজ্য সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি
পাকিস্তানের ছাপ ভর্তি কোটি কোটি টাকার মাদক, কেরলের উপকূল দিয়ে ভারত শ্রীলঙ্কায় পাচারের চেষ্টা