‘ডিপ্লোমা ডাক্তার’ নয়, তিন বছরের কোর্সে সায় দিল না রাজ্য সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি

৩ বছরের ডিপ্লোমা নিয়ে ‘ডাক্তার’ হওয়ার বদলে বিশেষজ্ঞ কমিটি একটি বিকল্প পথের পরামর্শও দিয়েছে। তাঁদের মতে, তিন বছরের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি চিকিৎসক হিসাবে চিহ্নিত করা ঠিক হবে না।

পশ্চিমবঙ্গে চিকিৎসা পরিষেবার ঘাটতি মেটানোর জন্য তিন বছরের সীমিত সময়ের প্রশিক্ষণ দিয়ে ডিপ্লোমা ডাক্তার তৈরি করা যায় কিনা, সে বিষয়ে আলোচনা করে দেখতে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনার জন্য তাঁর নির্দেশ মেনে ১৫ জন সদস্য নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। কিন্তু, আলোচনার শেষে দেখা গেল, ৩ বছরের ডিপ্লোমা নিয়ে ‘ডাক্তার’ হওয়াতে সম্মতি নেই বিশেষজ্ঞদের।

৩ বছরের ডিপ্লোমা নিয়ে ‘ডাক্তার’ হওয়ার বদলে বিশেষজ্ঞ কমিটি একটি বিকল্প পথের পরামর্শও দিয়েছে। তাঁদের মতে, তিন বছরের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের সরাসরি চিকিৎসক হিসাবে চিহ্নিত করা ঠিক হবে না। তার বদলে, পশ্চিমবঙ্গের প্রান্তিক স্তরে সরকারি চিকিৎসা পরিষেবাকে আরও ভালো ভাবে পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হোক স্বাস্থ্য ব্যবস্থার সহায়ক।

Latest Videos

আলোচনার পর কমিটির ১৫ জন সদস্য একটি বিষয়ে সহমত হয়েছেন যে, কোনও ভাবেই সরকারের তরফে ‘ডিপ্লোমা ডাক্তার’ শব্দবন্ধের উল্লেখ করা ঠিক হবে না। ডাক্তারের সমতুল্য কোনও পদও তৈরি করা ঠিক নয়। এর বদলে গ্রামাঞ্চলের প্রান্তিক স্তরে রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসা করার মধ্যবর্তী চিকিৎসা ব্যবস্থার সহায়ক হিসাবে ৩ বছরের প্রশিক্ষণ দিয়ে শিক্ষার্থীদের প্রস্তুত করা যেতে পারে, যাঁদের ‘হেল্থ‌ কেয়ার প্রোভাইডার’ বলে চিহ্নিত করা যাবে। সূত্রের খবর অনুযায়ী, বিশেষজ্ঞ কমিটি গঠনের সময় রাজ্যের স্বাস্থ্য দফতরও নিজেদের বিজ্ঞপ্তিতে ‘ডিপ্লোমা ডাক্তার’ শব্দটির উল্লেখ করেনি। তার বদলে ‘হেল্থ‌ কেয়ার প্রফেশনাল’, অর্থাৎ ‘স্বাস্থ্যক্ষেত্রে পেশাদার’ নামের একটি শব্দ লেখা হয়েছে।

আরও পড়ুন-

পাকিস্তানের ছাপ ভর্তি কোটি কোটি টাকার মাদক, কেরলের উপকূল দিয়ে ভারত শ্রীলঙ্কায় পাচারের চেষ্টা
হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত মেসেজ লুকিয়ে রাখতে চান? মেটা নিয়ে এল একটি দুর্দান্ত ফিচার

PM Modi: একসাথে ৭১ হাজার চাকরি, ‘রোজগার মেলা’-এ নিয়োগপত্র তুলে দেবেন নরেন্দ্র মোদী

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
WB By Election: ‘Madarihat-এ যেই ফলাফলটা হয়েছে সেটা প্রত্যাশিত নয়!’ এ কী বললেন Samik Bhattacharya
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর