পঞ্চায়েত ভোটের আগে হাইকোর্টের বাধার মুখে রাজ্য নির্বাচন কমিশন, নিষিদ্ধ হল বিজ্ঞপ্তি

Published : Dec 15, 2022, 06:44 PM IST
Election Commission

সংক্ষিপ্ত

এখনও ভোটের দিনক্ষণ, বা প্রার্থী ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে কমিশনের ক্ষমতায় রাশ টেনে অশান্তির পরিবেশ যথাসম্ভব এড়ানোর চেষ্টায় নিয়োজিত থাকল কলকাতা হাইকোর্ট। 

নতুন বছর শুরু হলেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। নভেম্বর মাস থেকেই ভোট নিয়ে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দলের ভেতর শুরু হয়ে গেছে প্রস্তুতি। এই পরিস্থিতিতেই রাজ্যের নির্বাচন কমিশনকে কড়া নির্দেশে বেঁধে ফেলল কলকাতা হাই কোর্ট।

পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের উদ্দেশে বিচারপতির নির্দেশ, পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না নির্বাচন কমিশন। যদি একান্তই কোনও বিজ্ঞপ্তি জারি করতে হয়, তাহলে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে তা করতে পারবে কমিশন। ১৫ ডিসেম্বর, বৃহস্পতিবার একটি মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে খবর।

রাজ্যে ভোটকালীন নিরাপত্তা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে আদালতের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি কলকাতা হাইকোর্টে তিনি একটি মামলা দায়ের করেছিলেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে পঞ্চায়েত নির্বাচন করানোর আর্জি জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।

বিচারপতির আরও নির্দেশ, ২০২৩ সালের ৯ জানুয়ারির মধ্যে পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে রাজ্য নির্বাচন কমিশনকে একটি হলফনামা দিতে হবে। তারপর মামলাকারী শুভেন্দু অধিকারী পৃথক একটি হলফনামা দেবেন। দুটি হলফনামা পাওয়ার পর মামলার শুনানি হবে।

নবান্ন সূত্র খবর, ২০২৩-এর মে মাসের আগে পঞ্চায়েত নির্বাচন করা যাবে না। কারণ, তার আগে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ইত্যাদি পরীক্ষা থেকে শুরু করে, বহুবিধ কাজ রয়েছে। তাই, এই রায় এখন দিলেও সেটা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলবে না বলেই মনে করা হচ্ছে। রাজ্যে, ভোট এবং ভোট পরবর্তী হিংসার কারণে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা এড়াতেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে হোক বলে দাবি বিজেপির পক্ষ থেকে।

আপাতত রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। শাসক এবং বিরোধী শিবির জোরদার প্রচারে নেমে পড়েছে। তবে এখনও ভোটের দিনক্ষণ, বা প্রার্থী ঘোষণা করা হয়নি। এই পরিস্থিতিতে কমিশনের ক্ষমতায় বেড়ি পরিয়ে অশান্তির পরিবেশ যথাসম্ভব এড়ানোর চেষ্টায় নিয়োজিত থাকল কলকাতা হাইকোর্ট।


আরও পড়ুন-
স্নাতকোত্তর না পড়েই পিএইচডি? জাতীয় শিক্ষা নীতির অধীনে ইউজিসি-র নয়া নিয়ম, সম্মত হচ্ছেন না শিক্ষাবিদরা
রাজধানী কিভে ফের রাশিয়ার ড্রোন হামলা, আঘাত সত্ত্বেও ১৩টি ড্রোনকে গুলি করে নামাল ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী
শুভেন্দু অধিকারীর মন্তব্যে বিড়ম্বনায় বিজেপি, এবার তাঁকে ডেকে সরাসরি ভর্ৎসনা করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ

PREV
click me!

Recommended Stories

মৃতদেহ টেনে এনে কলতলায় ধুয়ে কামড়ে খাচ্ছিল! হাতেনাতে পাকড়াও কোচবিহারে 'নরখাদক'
এসআইআর শুনানিতে মোহনবাগানের কিংবদন্তি কর্তা স্বপনসাধন বসুকে তলব নির্বাচন কমিশনের