ফোন করে ডেকে এনে প্রেমিকাকে এলোপাথাড়ি ছুরির কোপ! মুর্শিদাবাদের ঘটনায় হাড় হিম হয়ে যাবে

Published : May 12, 2024, 06:32 PM ISTUpdated : May 12, 2024, 06:42 PM IST
murder

সংক্ষিপ্ত

প্রেমিকাকে এলোপাথাড়ি ছুরির কোপ! মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদে

ভরদুপুরে হাড় হম করা ঘটনা। প্রেমিকাকে এলোপাথাড়ি ছুরির কোপ! মর্মান্তিক ঘটনা মুর্শিদাবাদের দৌলতাবাদ থানায় এলাকায়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই দোষীকে গ্রেফতার করেছ পুলিশ।

প্রেমিকাকে ফোন করে ডাকেন অভিযুক্ত। তারপর প্রেমিকা অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে সন্দেহে বাকবিতণ্ডা শুরু হয় তাদের মধ্যে। এরপর তীব্র ঝামেলার মধ্যে হঠাৎ করেই ছুরি বের করে অভিযুক্ত। প্রেমিকাকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে। এরফলে গলার নলি পর্যন্ত কেটে যায় মৃত প্রেমীকার। পরে প্রেমীকার গোঙানির শব্দে ছুটে আস স্থানীয় মানুষ।

অভিযুক্ত প্রেমিকের নাম মিঠু বলে জানা গিয়েছে। মিঠুর পরিবার সূত্র মারফত জানা গিয়েছে, "ওই নাবালিকার সঙ্গে কয়েক বছরের সম্পর্ক ছিল অভিযুক্তের। কিন্তু মাস কয়েক আগে সম্পর্কের অবনতি হয়। জানা যায়, সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চেয়েছিল নাবৈালিকা। তাই নিয়েই অশান্তি হয় দুজনের মধ্যে। মানসিক অবসাদ থেকেই খুন করে ফেলেছে মিঠু।"

২০২২ সালের ২ মে মুর্শিদাবাদের গোরাবাজার এলাকায় আরও এক কলেজ ছাত্রী খুন হয়। তা নিয়েও প্রবল চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য জুড়ে।

মিঠু সরকারের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সাবিয়ার পরিবার ও এলাকাবাসীরা। মৃতার মা সেলিমা বিবি জানান, “সকালে কম্পিউটার ক্লাসে যাওয়ার জন্য ও বাড়ি থেকে বেরিয়েছিল। কিছু ক্ষণ পরেই ওর এক বান্ধবী ফোন করে জানায় যে সাবিয়াকে খুন করা হয়েছে। আমি ফোনটা পেয়েই বাড়ি থেকে ছুটে এসে দেখি সাবিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি আমার মেয়ের খুনির ফাঁসি চাই।”

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ