পুজোর মুখে ভয়ঙ্কর নিম্নচাপ ঘনিয়ে এল বঙ্গোপসাগরে। প্রথমে ঘূর্নাবর্ত হলেও পরে তা নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে প্রবল দুস্চিন্তায় রয়েছেন রাজ্যবাসী।
শনিবার বিকেল থেকে ব্যাপক বৃষ্টি হয়েছে রাজ্যের কোণায় কোণায়। তাই পুজো সময়তেও ব্যাপক বৃষ্টিপাত হওয়ার আশঙ্কায় ভুগছেন মানুষ।
তবে আবহাওয়া দফতর সূত্র মারফত জানা গিয়েছে রবিবার থেকে বেশ অবেকটাই কমতে চলেছে বৃষ্টিপাত।
রবিবার বিপুল বৃষ্টিপাত হতে পারে রাজ্যের কোণায় কোণায়। ভয়ঙ্কর বৃষ্টিতে ছেয়ে যেতে পারে রাজ্য। তবে রবিবার পর থেকে বেশ অনেকটাই বদলে যাবে চিত্র।
ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছিল আবহাওয়া দফতরের পক্ষ থেকে। তবে পুজোর জন্য আলাদা কোনও সতর্কতা জারি করা নেই।
উত্তরবঙ্গেও ব্যাক বৃষ্টিপাত জারি রয়েছে। তবে পুজোর সময় বেশ খানিকটা বৃষ্টিপাত কমতে পারে পাহাড়েও।
তাই পুজোর সময় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও প্রচুর বৃষ্টিপাতের কোনও সতর্কতা এখনও জারি করা হয়নি আলিুর আবহাওয়া দফতর সূত্রে।
Anulekha Kar