আর মাত্র ২৪ ঘন্টা! শাহজাহান মামলায় সোমবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে সিবিআই, এবার নজরে কে?

Published : Apr 28, 2024, 06:35 PM IST
TMC suspended sandeshkhali leader Sheikh Shahjahan from the party for 6 years after his arrest bsm

সংক্ষিপ্ত

আদালতের নির্দেশে সন্দেশখালির সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তেই একের পর এক শাহজাহানের কীর্তি ফাঁস হচ্ছে।

গত ২৬ এপ্রিল দেশজুড়ে যখন চলছে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ সেই সময় সন্দেশখালি থেকে উদ্ধার বিপুল অস্ত্রভান্ডার বন্দুক, গুলি, বোমা থেকে বিস্ফোরক! উদ্ধার হওয়া বোমা সরাতে নামাতে হয় এনএসজি-কে। রোবট নামিয়ে নিষ্ক্রিয় করা হয় বিস্ফোরক বোঝাই ব্যাগ। CBI-NSG-র যৌথ অভিযানে সন্দেশখালির শেখ শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্রভান্ডার।

সন্দেশখালির ত্রাস ছিলেন বছরের পর বছর ধরে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের দাপটে এক ঘাটে বাঘে গরুতে জল খেত। সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহান। আদালতের নির্দেশে সন্দেশখালির সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। আর কেন্দ্রীয় গোয়েন্দাদের তদন্তেই একের পর এক শাহজাহানের কীর্তি ফাঁস হচ্ছে। এরই মাঝে শাহজাহানের বিরুদ্ধে নতুন করে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করতে চলেছে CBI.

সূত্রের খবর, সোমবার বসিরহাট আদালতে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইন ও বিস্ফোরক আইন যুক্ত করার আবেদন করতে পারে সিবিআই। রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে গত জানুয়ারি মাসে শাহজাহান অনুগামীদের হাতে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনার ৫৫ দিন পর ফেব্রুয়ারী মাসে শাহজাহানকে ওই এলাকা থেকেই গ্রেফতার করে রাজ্য পুলিশ। ইডির ওপর হামলার ঘটনাতেই শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ। এবার সেই মামলায় যুক্ত হতে চলেছে এই নতুন ধারা।

দুদিন আগেই সন্দেশখালিতে শাহজাহান ঘনিষ্ঠের ডেরায় একজোটে অভিযান চালায় সিবিআই ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড। গোপন সূত্রে খবর পেয়ে আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। সেখান থেকেই উদ্ধার হয় বিপুল অস্ত্রভান্ডার। শাহজাহানের সঙ্গে ওই ব্যক্তির কী যোগসূত্র, কী ভাবে তার কাছে এত পরিমাণ অস্ত্র এল, সেই রহস্য উদ্ঘাটন করতেই এবার নতুন ধারা যোগ করতে চলেছে সিবিআই। CBI-NSG-র যৌথ অভিযানে প্রচুর পরিমাণে দেশে-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা-বিস্ফোরক উদ্ধার হয়। এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাত বাড়তেই স্বাভাবিকের নীচে নামল পারদ, বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে? রইল বিরাট আপডেট
Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর