যোনিতে ভোঁতা অস্ত্র! RG Kar ইস্যুতে নির্যাতিতার যৌন নির্যাতন নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট সিবিআই-এর হাতে

আরজি কর ইস্যুতে এবার সিবিআই হাতে পেল মাল্টি ইনস্টিটিউশনার মে়ডিক্যাল বোর্ডের রিপোর্ট। তাতে নির্যাতিতার যৌন নির্যাতন সম্পর্কে রয়েছে চাঞ্চল্যকর তথ্য।

 

Saborni Mitra | Published : Dec 27, 2024 3:46 PM
110
আরজি কর-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

আরজি কর কাণ্ডে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডে চাঞ্চল্যকর রিপোর্ট হাতে পেল সিবিআই। রিপোর্ট দিয়েছে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিক্যাল বোর্ড।

210
যৌন নির্যাতন নিয়ে রিপোর্ট

আরজি করের নির্যাতিতার যৌন নির্যাতন নিয়ে রিপোর্টে চাঞ্চল্য কর দাবি করেছে MIMB। রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতার দেহ থেকে পাওয়া যায়নি কোনও বীর্ষ।

310
যোনিতে আঘাত

MIMB রিপোর্টে দাবি করা হয়েছে নির্যাতিতার যোনিতে ভোঁতা বস্তুর আঘাত রয়েছে। কিন্তু কিসের আঘাত স্পষ্ট নয়।

410
বীর্য নেই

MIMB রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতার ওপর যৌন নির্যাতন হয়েছে। কিন্তু যোনি থেকে কোনও বীর্য পাওয়া যায়নি।

510
কী করে সম্ভব

এই ঘটনা কী করে সম্ভব তারও ব্যাখ্যা দিয়েছে MIMB রিপোর্ট। বলা হয়েছে নির্যাতির যৌনাঙ্গে ভারী ও ভোঁতা কোনও কিছু প্রবেশ করা হয়েছিল। যোনিতে অত্যাচারের ছাপ স্পষ্ট।

610
কী কী করে হয়

MIMB রিপোর্টে বলা হয়েছে, যৌন নির্যাতন করা হয়েছে। নির্যাতিতার যোনিতে কিছু প্রবেশ করান হয়েছিল। বীর্য না থাকার কারণ হিসেবে বলা হয়েছে, যোনিতে পুরুষাঙ্গ প্রবেশ করেছিল কনডোম পরা অবস্থায়, যোনিতে বীর্যপাত হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে পুরুষাঙ্গের পরিবর্তে যোনিতে আঙুল বা হাত এজাতীয় কিছু প্রবেশ করান হয়েছে।

710
নির্যাতিতাতে অত্যাচার

MIMB রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতার ওপর শারীরিক নির্যাতন করা হয়েছে। নির্যাতিতা অত্যাচারের হাত থেকে বাঁচতে চেষ্টা করেছিলেন।

810
শ্বাসরোধ করে হত্যা

MIMB রিপোর্টে বলা হয়েছে নির্যাতিতাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। বাঁচার অনেক চেষ্টা করেছিলেন। তাই আঘাত গুরুতর।

910
খুনের সময়

MIMB রিপোর্টে বলা হয়েছে ৯ আগস্ট রাত ১২টা থেকে সকাল ৬টার মধ্যে খুন করা হয়েছে।

1010
সঞ্জয় একাই অপরাধী!

আরজি কর কাণ্ডের MIMB রিপোর্টে বলা হয়েছে গোটা ঘটনা এক ব্যক্তির মাধ্যমে হয়ে থাকতে পারে। সিবিআই সূত্রের খবর এই ঘটনায় সঞ্জয় রায় একাই অভিযুক্ত হতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos