
প্রাথমিক (Primary corruption) নিয়ে মামলায় আবারও আদালতে (Court) ভর্ৎসিত হল সিবিআই (CBI)। সঠিক সময় অভিযুক্তদের কাছে প্রয়োজনীয় নথি সরবরাহ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। আর সেই কারণেই আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সিবিআইকে। কেন প্রয়োজনীয় নথি সরবরাহ করতে টালবাহানা করছে সিবিআই, তাও জানতে চেয়েছে আদালত। অভিযুক্তদের মধ্যে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রয়েছেন অয়ন শীলও।
প্রাথমিকে নিয়োগ মামলায় গত ২৭ ডিসেম্বর চার্জশিট পেশ করেছিল সিবিআই। সেখানে অভিযুক্ত হিসেবে পার্থ চট্টোপাধ্য়ায়ের সঙ্গে নাম রয়েছে অয়ন শীল সন্তু গঙ্গোপাধ্য়ায়য়ের। শুক্রবার তাদের আইনজীবীর কাছে নথি পৌঁছে দিতে নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু সিবিআই সেই নথি দিতে পারেনি। তাদের এই টালবাহানা নিয়ে এবার প্রশ্ন তুলেছে আদালত।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। তার জন্য তাঁকে আদালতে হাজিরা দিতে হবে। কিন্তু পরপর চার দিন অসুস্থতার কারণে তিনি আদালতে আসেননি। কালীঘাটের কাকুর আইনজীবী জানিয়েছেন আগামী ৫ ফেব্রুয়ারি তাঁর মক্কেলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে।
সিবিআই সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়দের বিরুদ্ধে একাধিক দুর্নীতির প্রমাণ রয়েছে। চার্জশিটে তার উল্লেখ রয়েছে। কিন্তু কালীঘাটের কাকুকে এখনও চার্জশিট দেওয়া হয়নি।
অন্যদিকে গতকালই আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে। মামলায় অন্যতম অভিযুক্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকার প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে। কিন্তু সেই তথ্য নিম্ন আদালতে জানায়নি সিবিআই। জানিয়েছিল হাইকোর্টে। তাই নিয়ে সিবিআইকে নিম্ন আদালতে ধমক খেতে হয়েছিল। এই নিয়ে পরপর দুই দিন সিবিআইকে ধমক খেতে হল কোর্টে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।