আরজি কর-হত্যাকাণ্ডে নয়া মোড়! সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের আগেই পুলিশ কর্তাকে তলব CBI-র
আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কাণ্ডে এবার সিবিআই-এর নজরে এক পুলিশ আধিকারিক। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের আগেই এই তলব গুরুত্বপূর্ণ।
Saborni Mitra | Published : Nov 19, 2024 12:26 PM IST
আরজি কর কাণ্ড
আরজি কর মেডিক্যাল কলেজ হত্যাণ্ডে তদন্ত করছে সিবিআই। তবে এখনও আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়নি।
তদন্তে নতুন মোড়
আরজি কর হত্যাকাণ্ড তদন্তে নয়া মোড়। সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করার আগেই বড় পদক্ষেপ করল সিবিআই।
সিবিআই-এর পদক্ষেপ
সিবিআই তদন্তের জন্য পুলিশের এক আধিকারিককে তলব করল। তলব করা হয়েছে ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে।
কৌশিক সরকার
আরজি কর হত্যাকাণ্ডের সময় কৌশিক সরকার ঘোলা থানার আইসি ছিলেন। আরজি করের নির্যাতিতার বাড়ি ঘোলা থানার অন্তর্গত।
বর্তমানে দায়িত্ব
বর্তমানে কৌলশিক সরকার হুগলিতে বদলি হয়েছে। ঘটনার দিন নির্যতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পর কী কী ঘটেছিল সেই সব ঘটনাক্রম জানতে তলব করা হয়েছে কৌশিক সরকারকে।
তলব করার কারণ
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট তৈরি করার আগেই সেই দিনের পুরো ঘটনা জানতে আর চার্জশিট জোরদার করতেই কৌশিককে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
আগেও তলব
আগেও কৌশিককে তলব করেছিল সিবিআই। এবারও আবার তলব করা হবে বলে সূত্রের খবর।
বয়ান রেকর্ড
সিবিআই সূত্রের খবর আরজি কর কাণ্ডে কৌশিকের বয়ানও রেকর্ড করাহতে পারে।
আরজি কর মামলা
আরজি কর হত্যাকাণ্ডের মামলা শিয়ালদহ আদালতে নিয়মিত শুনানি হচ্ছে। সেখানে টানা সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে।
আরজি কর হত্যাকণ্ড
৯ আগস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের নিথর দেহ। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার হয়েছে।