আবার ঘূর্ণাবর্ত! আবার ঘনিয়ে আশছে অশনি? বেশ ঝট করে ঠান্ডা পড়ে গিয়েছে । এক ধাক্কায় অনেকটা নেমে গিয়েছে পারদ। ক্রমাগত আবহাওয়ার পরিবর্তন হচ্ছে পুরুলিয়ায়। একটু একটু শীত পড়ছে।
27
তবে এর মধ্যে বাংলাদেশের উপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন হয়েছে। সমুদ্রতল থেকে দেড় কিমি উপর পর্যন্ত বিস্তৃত হয়েছে সার্কুলেশনটি।
37
তারি হয়েছে আরও একটি সাইক্লোন। কোমরিন এলাকায় তৈরি হয়েছে এই সাইক্লোন। যার জেরে দক্ষিণ ভারতে তামিলনাড়ু, পুদুচেরি, কেরলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
47
এই ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে ০.৯ কিমি উপর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে৷ এর জেরে প্রভাব পড়তে পারে বেশ কিছু রাজ্যে।
57
আগামী ২১ নভেম্বর নাগাদ একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। আর ২৩-২৪ নভেম্বর নাগাদ এই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
67
আবহাওয়া দফতর অনুযায়ী, একাধিক রাজ্যে স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে।
77
আগামী কয়েক দিনের মধ্যেই এক ঝটকায় আরও অনেকটা পারদ নেমে যাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।