জানুয়ারি মাস মানেই শীতের মাস। সোনালি রোদ গায়ে মেখে ছুটি উপভোগ করার মাস।
210
নতুন বছরের প্রথম মাস
জানুয়ারি মাস মানেই নতুন বছরের প্রথম মাস। তাই বছর শেষে যে উৎসব শুরু হয় তার রেশ থেকে যায় নতুন বছরের প্রথম মাস পর্যন্ত।
310
জানুয়ারির ছুটির তালিকা
উৎসবে মাতোয়ারা মানুষের জন্য রইল সুখবর, ডিসেম্বরের মত জানুয়ারিতেও প্রচুর ছুটি রয়েছে। তাই স্কুল পড়ুয়া থেকে সরকারি কর্মী জানুয়ারিতেও বেড়াতে যাওয়ার প্ল্যান করতেই পারেন।
410
ছুটি নিয়ে জল্পনা
জানুয়ারি টানা ছুটি থাকবে কিনা তাই নিয়ে রয়েছে জল্পনা। সরকারি স্কুল আর সরকারি কর্মীদের ছুটির সংখ্যা কত তাও রয়েছে আলোচনায়।
510
প্রথম ছুটি
১ জনুয়ারি, বুধবার- সরকারি বেসরকারি প্রায় সব সংস্থাতেই ছুটি থাকবে। নতুন বছরের প্রথম দিন রাজ্য় সরকার সম্পূর্ণ ছুটি ঘোষণা করেছে।
610
ছুটি মার
১২ জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে বাংলার স্কুলগুলিতে সম্পূর্ণ ছুটি থাকবে। কিন্তু রবিবার হওয়ার জন্য সেই ছুটি মার যাচ্ছে
710
মকর সংক্রান্তি
১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উপলক্ষে কোথাও কোথাও ছুটি থাকবে।
810
২৩ জানুয়ারি ও সরস্বতী পুজো
২৩ জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। আর সরস্বতী পুজো শনিবার। দুই দিনই ছুটি থাকছে অনেক জায়গা। তবে সরস্বতী পুজোর ছুটি রাজ্য সরকার সোমবার দিচ্ছে।
910
২৬ জানুয়ারি
প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস রবিবার পড়েছে। তাই রাজ্য ও কেন্দ্র সরকারের ছুটি মার যাচ্ছে। তবে মাসের শেষে কিছুটা হলেও লম্বা ছুটি পাওয়া যাবে।
1010
বছরের সরকারি ছুটি
এনআই অ্যাক্টে ২০২৫ সালে ছুটি রয়েছে মোট ২৫ দিন। আবার রাজ্য সরকার আরও ২১ দিন ছুটি দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে মোট ৪৭ দিন ছুটি মিলছে।