DEV: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দেব, ঘাটালের প্রার্থীর গাড়ি-বাড়ি গয়না অবাক করার মত

Published : May 03, 2024, 06:22 PM IST

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী অভিনেতা দেব। এই কেন্দ্র থেকে আগেও নির্বাচনে জিতেছেন। বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করেছেন। তাতেই দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। 

PREV
112
দেবের হলফনামা

বৃহস্পতিবার ঘাটালের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দেব অধিকারী। আসল নাম দীপক অধিকারী। সেখানেই তিনি নিজের সম্পদের খতিয়ান দিয়েছেন।

212
অভিনেতা থেকে রাজনীতিবীদ

জীবন শুরু করেছিলেন অভিনেতা হিসেবে। যদিও প্রথম ছবি ফ্লপ। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। যদিও এখন তিনি টালিগঞ্জের সফল অভিনেতা ও প্রযোজক। প্রথম প্রার্থী হয়েও জিতেছিলেন দেব।

312
দেবের আয়

নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবের বছরে আয় কোটি টাকার ওপর। দেব ২০২২-২৩ অর্থবর্ষে দেবের আয় ছিল ৪ কোটি ৯৯লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ২ কোটি ৬৮ লক্ষ টাকার বেশি। তার আগের বছর আয় ছিল ২ কোটি টাকার বেশি।

412
দেবের হাতে নগদ

নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবের হাতে নগদ রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা।

512
ব্যাঙ্কে দেবের টাকা

নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবের ব্যাঙ্কা রয়েছে ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা।

612
দেবের গাড়ি

দেবের একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি মার্সিডিজ বেঞ্জ রয়েছে। যার দাম ১ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার টাকা। এই গাড়ি কেনার জন্য তিনি ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা ঋণ নিয়েছেন।

712
দেবের বাড়ি

বাংলার সুপারস্টার দেবের একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। একটি ফ্ল্যাট রয়েছে আরবানার ৩ নম্বর টাওয়ারে। বৈদিক ভিলেজে ১টি ও সাউথ সিটিতে রয়েছে ২ ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটগুলির মূল্য কয়েক কোটি টাকা।

812
দেবের স্থাবর সম্পত্তি

দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা।

912
অস্থাবর সম্পদ দেবের

দেবের অস্থাবর সম্পদের পরিমাণ ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।

1012
দেবের গয়নাগাটি

দেবের প্রায় ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার গয়নাগাটি রয়েছে।

1112
দেবের পড়াশুনা

নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবে ২০০৩ সালে কম্পিউটার টেকনলজিতে ডিপ্লোমা করেন।

1212
দেবের প্রতিপক্ষ

ঘাটালে দেবের প্রতিপক্ষ বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।

click me!

Recommended Stories