DEV: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দেব, ঘাটালের প্রার্থীর গাড়ি-বাড়ি গয়না অবাক করার মত
লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঘাটালের প্রার্থী অভিনেতা দেব। এই কেন্দ্র থেকে আগেও নির্বাচনে জিতেছেন। বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করেছেন। তাতেই দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব।
বৃহস্পতিবার ঘাটালের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন দেব অধিকারী। আসল নাম দীপক অধিকারী। সেখানেই তিনি নিজের সম্পদের খতিয়ান দিয়েছেন।
অভিনেতা থেকে রাজনীতিবীদ
জীবন শুরু করেছিলেন অভিনেতা হিসেবে। যদিও প্রথম ছবি ফ্লপ। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি। যদিও এখন তিনি টালিগঞ্জের সফল অভিনেতা ও প্রযোজক। প্রথম প্রার্থী হয়েও জিতেছিলেন দেব।
দেবের আয়
নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবের বছরে আয় কোটি টাকার ওপর। দেব ২০২২-২৩ অর্থবর্ষে দেবের আয় ছিল ৪ কোটি ৯৯লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ২ কোটি ৬৮ লক্ষ টাকার বেশি। তার আগের বছর আয় ছিল ২ কোটি টাকার বেশি।
দেবের হাতে নগদ
নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবের হাতে নগদ রয়েছে ২৬ হাজার ৭৫৮ টাকা।
ব্যাঙ্কে দেবের টাকা
নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবের ব্যাঙ্কা রয়েছে ১০ কোটি ২০ লক্ষ ৬৬ হাজার ৩৭১ টাকা।
দেবের গাড়ি
দেবের একাধিক বিলাসবহুল গাড়ি রয়েছে। একটি মার্সিডিজ বেঞ্জ রয়েছে। যার দাম ১ কোটি ১২ লক্ষ ৪৩ হাজার টাকা। এই গাড়ি কেনার জন্য তিনি ২৯ লক্ষ ৩১ হাজার ৪০৭ টাকা ঋণ নিয়েছেন।
দেবের বাড়ি
বাংলার সুপারস্টার দেবের একাধিক বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। একটি ফ্ল্যাট রয়েছে আরবানার ৩ নম্বর টাওয়ারে। বৈদিক ভিলেজে ১টি ও সাউথ সিটিতে রয়েছে ২ ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটগুলির মূল্য কয়েক কোটি টাকা।
দেবের স্থাবর সম্পত্তি
দেবের স্থাবর সম্পত্তির পরিমাণ ১৯ কোটি ৭২ লক্ষ ৭২ হাজার টাকা।
অস্থাবর সম্পদ দেবের
দেবের অস্থাবর সম্পদের পরিমাণ ১৭ কোটি ২২ লক্ষ ৩৫ হাজার ৬৯ টাকা।
দেবের গয়নাগাটি
দেবের প্রায় ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকার গয়নাগাটি রয়েছে।
দেবের পড়াশুনা
নির্বাচনী হলফনামা অনুযায়ী দেবে ২০০৩ সালে কম্পিউটার টেকনলজিতে ডিপ্লোমা করেন।