লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! জানালেন কতদিন পর্যন্ত চালু থাকবে এই প্রকল্প
রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি সবথেকে জনপ্রিয়। এই প্রকল্পের আওতায় বাংলার ঘরে ঘরে মহিলারা পাচ্ছেন ১০০০-১২০০ টাকা।
Deblina Dey | Published : Jan 21, 2025 8:48 AM / Updated: Jan 21 2025, 10:18 AM IST
বাংলায় লক্ষ্মী ভাণ্ডার নিয়ে মহিলাদের উৎসাহের শেষ নেই। বাংলার মা বোনেদের অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে উৎসাহ দেয় এই লক্ষ্মীভাণ্ডার
রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় এতগুলো প্রকল্পের মধ্যে এই প্রকল্পটি সবথেকে জনপ্রিয়।
এই প্রকল্পের আওতায় বাংলার ঘরে ঘরে মহিলারা পাচ্ছেন ১০০০-১২০০ টাকা।
মুর্শিদাবাদে এক সভা থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে খোঁচা দিয়ে বলেন, ‘তোমরা প্রকল্প শুরু করে বন্ধ করে দাও আরl তা আমরা চালাই’
তোমরা এগুলি বন্ধ করতে পারবেন না, আমি বাংলার মা বোনেদের আগামী দিনে আরও দেবো।
এই বাংলার মেয়েদের আমি কারও কাছে হাত পাততে দেবো না। প্রয়োজন হলে আগামী দিনে আরও দেবো।
তিনি আরও বলেন সমাজকে শিক্ষার পাঠ পড়াতে হব। মা-বোনেদের রক্ষা করার দায়িত্ব আমাদের
কেউ যেন মহিলাদের উপর অত্যাচার না করেন। বোনদের দেখে রাখবেন। তবেই সমাজ সুন্দর ও সুশীল হবে।
সরকারি প্রকল্পের টাকা থেকে কেউ এক টাকা চাইলেও তাঁকে দেবেন না। এটা সরকারের টাকা যা সরাসরি আপনাকে দেওয়া হয়েছে।
তাই এই টাকার উপর কেউ লোভ করলে তাঁকে এক টাকাও দেবেন না। কেউ টাকা চাইলে সরাসরি থানায় অভিযোগ জানান। যদি থানাও কথা না শোনে সরাসরি আমাকে জানান।