পা না থাকলেও লাফিয়ে চাকু ঢুকিয়ে মেরে দিয়েছিল, যাবজ্জীবনের সাজা কুখ্যাত দুষ্কৃতিকে

Published : Feb 01, 2025, 03:47 PM IST
Rajasthan High Court

সংক্ষিপ্ত

এক ট্রেন দুর্ঘটনায় হাঁটুর নীচ থেকে দুটো পা বাদ গেছে ছট্টু পান্ডের । সকলেই জানত ভিক্ষা করে চলে দিন চলে তার। কিন্তু এই কাজের আড়ালে চুরি ছিনতাই করত বলে অভিযোগ ওঠে। ব্যান্ডেলের সেই দুষ্কৃতী ছট্টু পান্ডেকে খুনের মামলায় এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ

হাঁটতে পারে না, পা নেই তাতে কী , লাফিয়ে উঠে ছুরি চালিয়ে দিতে পারে সে । বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে হুগলীর চুঁচুড়া আদালত। শুক্রবার ওই দুষ্কৃতির সাজা শোনানো হয়। হুগলির মুখ্য সরকারি আইনজীবী জানান, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তকে ।

পুলিশ সূত্রে জানা যায়, এক ট্রেন দুর্ঘটনায় হাঁটুর নীচ থেকে দুটো পা বাদ গেছে ছট্টু পান্ডের । সকলেই জানত ভিক্ষা করে চলে দিন চলে তার। কিন্তু এই কাজের আড়ালে চুরি ছিনতাই করত বলে অভিযোগ ওঠে। ব্যান্ডেলের সেই দুষ্কৃতী ছট্টু পান্ডেকে খুনের মামলায় এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে চুঁচুড়া আদালত।

ঘটনার সূত্রপাত , ২০২০ সালের ২৮ অক্টোবর । ব্যান্ডেল স্টেশন রোডে ওভার ব্রিজের কাছে মদের ঠেকে বেঁধে যায় বচসা। সে সময় তুমুল উত্তেজনায় বছর ৩০-এর রিক্সাচালক রামদাস মাঝিকে ছুরি চালিয়ে খুন করার অভিযোগ ওঠে ছোট্টু ওরফে মঙ্গল পান্ডের বিরুদ্ধে। পা না থাকলেও লাফিয়ে রামদাসের পেটে পাঁজরে ছুরি ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয়েছিল রামদাসের।বিচার চাইতে রামদাসের ভাই শ্যাম মাঝি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শুরু হয় তদন্ত । অভিযুক্তকে গ্রেফতার করার পর উদ্ধার করা হয় ঘটনাস্থলের পাশ থেকে রক্তাক্ত চুরিটিও । তদন্ত করে তিন মাসের মধ্যে চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। ২০২২ সালের ৬ জানুয়ারি ৩০২ ধারায় চার্জ গঠন হয়। মামলার বিচার পর্ব শুরু হয় চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় শর্মার এজলাসে । ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।সব দেখে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে । শুক্রবার তাকে সাজা ঘোষণা হয়। এই বিষয়ে, হুগলি জেলা মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় বলেন, আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে । জরিমানা দশ হাজার টাকা । অনাদায়ে আরও ছয় মাসের জেলের সাজা।

দুটো পা না থেকেও একজন ব্যক্তি কীভাবে এমন নৃসংশ অপরাধ করতে পারে তা দেখে অবাক পুলিশ আধিকারিক থেকে মনস্ত্ববিদেরা। তদন্তে জানা গেছে, পা না থাকায় হাঁটতে না পারলেও খুব ভালো জাম্প করতে পারে এই দুষ্কৃতি ছোট্টু। আদালাতের সাজা ঘোষণার পর ছোট্টু নিজেকে নির্দোষ বলে দাবি করে ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
বিবেকানন্দ জয়ন্তীতে হিন্দুদের বিশেষ বার্তা শুভেন্দুর, দেখুন কী বলছেন | Suvendu Adhikari News