ভাগ্য ফিরছে সিভিক ভলান্টিয়ারদের! পুজোর মুখেই বড় সিদ্ধান্ত নিয়েছে নবান্ন

Published : Sep 07, 2025, 04:05 PM IST

এবার সিভিক ভলান্টিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। শুধু সিভিক ভলান্টিয়ার নয়, ভিলেজ পুলিস ও হোমগার্ডদের ভাগ্য়ও ফিরতে চলেছে। চাকরির পরীক্ষায় দেওয়া হবে বিশেষ ছাড়। 

PREV
16
সিভিক ভলান্টিয়ার নিয়ে সিদ্ধান্ত

এবার সিভিক ভলান্টিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। শুধু সিভিক ভলান্টিয়ার নয়, ভিলেজ পুলিস ও হোমগার্ডদের ভাগ্য়ও ফিরতে চলেছে। পুলিশ কর্মী নিয়োগের পরীক্ষায় এবার বসতে পারবে তারাও। যার অর্থ সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড ও ভিলেজ পুলিশদের ভাগ্য় ফিরতে চলেছে।

26
নবান্নর সায়!

সূত্রের খবর ওয়েলফেয়ার কমিটির তরফে একটি প্রস্তাব পাঠান হয়েছিল। সেই প্রস্তাবে সায় দিয়েছে নবান্ন। সেই প্রস্তাবে সিভিক বা ভিলেজ পুলিশদের কনস্টেবল নিয়োগের পরীক্ষার জন্য প্রস্তুতি বা পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। নবান্ন সূত্রের খবর সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন।

36
ওয়েলফেয়ার কমিটির প্রস্তাব

ওয়েলফেয়ার কমিটির প্রস্তাবে বলা হয়েছে, সহযোগী পুলিশ কর্মীরা কাজে ব্যস্ত থাকায় তাদের প্রতিষ্ঠানে নিয়ে প্রশিক্ষণ নেওয়া সমস্যার। সেই সমস্যা দূরীকরণে অনলাইন প্রশিক্ষণের ব্য়বস্থা করা হয়েছে। রাজ্য পুলিশ ওয়েলফেয়ার কমিটির তরফ থেকে। সোমবার থেকেই অনলাইন প্রশিক্ষণ শুরু হবে।

46
পরীক্ষা প্রস্তুতির প্রশিক্ষণ

ওয়েলফেয়ার কমিটির অনলাইন ক্লাসের মাধ্যমে প্রয়োজনীয় অঙ্ক, সাধারণজ্ঞান, আিন সংক্রান্ত বিষয়গুলি পড়ান হবে। প্রশিক্ষিত শিক্ষকদের দিয়ে লাইভ ক্লাসের ব্যবস্থা করহা হয়েছে। ডাউট ক্লিয়ার সেশনও কনডক্ট করা হয়েছে।

56
কমিটির প্রস্তাব

ওয়েলফেয়ার কমিটির প্রস্তাবে আরও বলা হয়েছে, সহযোগী পুলিশ কর্মীরা যাতে সনস্টেবলের পরীক্ষায় বসার সুযোগ পান- তারজন্য বয়সের ছাড়

ও কোটার বিষয় নিয়ে স্বরাষ্ট্র দফতরে প্রস্তাব দেয় ওয়েলফেয়ার কমিটি। দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর সেই প্রস্তাবও মেনে নিয়েছে নবান্ন।

66
নবান্নর সিদ্ধান্ত

সূত্রের খবর এবার থেকে সিভিক-সহ সহযোগী পুলিশ কর্মীদের জন্য কনস্টেবল বা পুলিশ নিয়োগ পরীক্ষায় বসার সুযোগ খুলে যাচ্ছে। সংশ্লিষ্টদের জন্য় ১৫ শতাংশ কোটা নির্দিষ্ট করতে পারে নবান্ন। বয়সেও ছাড় দেওয়া হতে পারে। ৩৫ বছর পর্যন্ত পুলিশের পরীক্ষায় আবেদন করতে পারবে। নভেম্বর মাসে কনস্টেবল নিয়োগ পরীক্ষা রয়েছে। সেখানে প্রায় ৫ হাজার সহযোগী পুলিশ অংশ নিতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories