রাজ্য বিজেপি-র নতুন সভাপতি হচ্ছেন দিলীপ ঘোষের ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়?

Published : Mar 01, 2025, 02:55 PM ISTUpdated : Mar 01, 2025, 03:03 PM IST
Subrata Chattopadhyay

সংক্ষিপ্ত

আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে আরএসএস-এর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি রাজ্য সফরে এসেছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

২০২১ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি যে ভুল করেছিল, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে? গেরুয়া শিবির সূত্রে এমনই খবর। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে রাজ্যে ভালো ফল করেছিল বিজেপি। সেই নির্বাচনে বিজেপি-র সংগঠনে বড় ভূমিকা পালন করেছিলেন সুব্রত চট্টোপাধ্যায়। কিন্তু ২০২০ সালের শেষদিকে তাঁকে রাজ্য বিজেপি সংগঠন থেকে সরিয়ে দেওয়া হয়। রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুব্রত। এই কারণে দিলীপ রাজ্য সভাপতি পদ খোয়ানোর সঙ্গে সঙ্গে সুব্রতকেও সংগঠন থেকে সরতে হয়। বেশ কিছুদিন বিজেপি ও আরএসএস সংগঠন থেকে দূরে সরে থাকার পর ২০২১ সালের অক্টোবরে তিনি আরএসএস-এর পূর্ব ক্ষেত্রের প্রচার প্রমুখ হিসেবে দায়িত্ব পান। ওড়িশা বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সুব্রত। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বিজেডি সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। এই সাফল্যের কারণেই এবার সুব্রতকে পশ্চিমবঙ্গে বিজেপি-র প্রধান হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে আরএসএস।

বাংলায় নজর আরএসএস-এর

গেরুয়া শিবির সূত্রে খবর, হরিয়ানা, দিল্লি ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর পশ্চিমবঙ্গে জয় পাওয়ার লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে। আরএসএস প্রধান মোহন ভাগবতের সাম্প্রতিক রাজ্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিজেপি-র সংগঠনকে শক্তিশালী করার জন্য পরিকল্পনা করার পাশাপাশি আরএসএস সদস্যদেরও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে গিয়েছেন ভাগবত। দিল্লি বিধানসভা নির্বাচনে আরএসএস সদস্যরা বিশেষ ভূমিকা পালন করেছিলেন বলে জানা গিয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গেও আগামী বিধানসভা নির্বাচনে সক্রিয় হতে চাইছে আরএসএস

 

 

কবে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচন?

সদস্য সংগ্রহ অভিযানে নির্দিষ্ট লক্ষ্যপূরণ করতে পারেনি বিজেপি। সাংগঠনিক নির্বাচন নিয়েও সমস্যা রয়েছে। ফলে সুকান্ত মজুমদারের পরিবর্তে নতুন রাজ্য সভাপতি নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'বিজেপি অভিষেককে নেবেই না', তৃণমূল নেতার পাল্টা জবাব দিলেন সুকান্ত মজুমদার

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়ো ভোটারের অভিযোগ ভিত্তিহীন, তৃণমূল নেত্রীর দাবি ওড়াল বিজেপি

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া অগ্নিমিত্রার?