Mamata Banerjee: মোদীর বিরুদ্ধে ওয়ান টু ওয়ান লড়াইয়ের ডাক, ২০২৪-এর নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়ান টু ওয়ান লড়াইয়ের আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো। এর আগেও জাতীয় স্তরে বিরোধী জোট চেয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০২৪-এর কুর্সি দখলের লড়াইতেও বিজেপি বিরোধী ঐক্যের হাতিয়াড়ে শান দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মুর্শিদাবাদের শমসেরগঞ্জের সভায়ও বিরোধী জোটের কথাই শোনা গেল মমতার সভায়। ওয়ান টু ওয়ান লড়াইয়ের আহ্বান জানালেন তৃণমূল সুপ্রিমো। এর আগেও জাতীয় স্তরে বিরোধী জোট চেয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গঙ্গা দিয়ে অনেক ঝড় বয়ে গিয়েছে। বিরোধী জোট অধরা রয়ে গেলেও, এবার লোকসভা নির্বাচনের ময়দানে নামার আগে ফের একবার বিরোধী ঐক্যের ভাবনাকে পুনরুজ্জিবীত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মুর্শিদাবাদের শমসেরগঞ্জে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতার কণ্ঠে ফের শোনা যায় বিরোধী ঐক্যের কথা। তিনি বলেন,'সব বিরোধী দল এক হয়ে যান। ওয়ান টু ওয়ান ফাইট হোক। চেষ্টা করব একসঙ্গে কাজ করার।' তিনি আরও বলেন,' সব বিরোধী দলকে বলব যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়ুক।' এর আগেও মমতা বলেছেন,'এমন কোনও বিরোধী দল নেই যাদের উপর অত্যাচার হচ্ছে না। কে বাকি রয়েছে? সবাই বলতে পারে না। চুপচাপ রয়েছে। বিজেপিকে কুর্সি থেকে হটাতে সব বিরোধীকে একসঙ্গে লড়তে হবে।'

Latest Videos

প্রসঙ্গত, গতকাল মালদায় দাঁড়িয়ে অরিজিৎ সিং-এর হাসপাতাল তৈরিতে সব রকম সাহায্যের অঙ্গিকার মমতার। রাজ্য এবং মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে নিজের খরচে হাসপাতাল তৈরি করতে চান শিল্পী অরিজিৎ সিং। বৃহস্পতিবার মালদহ এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক বৈঠকে জেলার স্বাস্থ্য বিষয়ক আলোচনার মধ্যে এই হাসপাতালের প্রসঙ্গ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,'গ্রামের ছেলে একটা কিছু করতে চাইছে। একটা হাসপাতাল তৈরি করতে চায়। সেই কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি।' তিনি আরও বলেন,'অরিজিৎ নিজে জিয়াগঞ্জের বাসিন্দা। কিন্তু হাসপাতাল তৈরি করতে চায় জঙ্গিপুরে। আমি প্রশাসনকে বলব ওর জন্য সব রকম সহযোগিতা করতে।'

অরিজিতের সহায়তা করতে জঙ্গিপুরের তৃণমূল সাংসদের খলিলুর রহমানকে দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'অরিজিৎ জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করলে তো সবচেয়ে খুশি হবেন খলিলুর। আমি খালিলুরকে বলব অরিজিৎকে সাহায্য করতে।' তিনি আরও বলেন, জঙ্গিপুরে সরকার একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করছে। তা-ও অরিজিৎ হাসপাতাল তৈরি করলে মানুষের সুবিধাই হবে।'

আরও পড়ুন -

কার গুলিতে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যু? মালদায় দাঁড়িয়ে কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ মমতার

'গুঁতো খেতে খেতে এসেছি', মালদায় দাঁড়িয়ে রেলের সমালোচনায় মমতা

'বিজেপি নিজের স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করেছে', মালদা থেকে কড়া বার্তা মমতার

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar