রানাঘাটের জনসভা থেকে সন্দেশখালির স্টিং ভি়ডিও নিয়ে মমতা আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন, সন্দেশখালির স্টিং শো এটা দেখায় যে বিজেপির মধ্যে পচন কতটা গভীর।
লোকসভা ভোটের মধ্যেই সন্দেশখালির স্টিং আপারেশনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। এমনিতেই সন্দেশখালি ইস্যুতে ভোটের রাজ্যে কিছুটা কোনঠাসা তৃণমূল। কিন্তু স্টিং আপারেশনের ভিডিওটি সেই ঘাসফুলকেই কিছুটা অক্সিজেন দিয়েছে। কারণ সেই ভিডিওতে সন্দেশখালির মহিলাদের অভিযোগ আর তাদের আন্দোলনের পিছনে ছিল শুভেন্দু অধিকারীর মদত। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে সেখানেই বলা হয়েছে গোটা ঘটনার সত্যি ফাঁস হয়েছে। এবার সেই ভিডিও নিয়ে মমতাও নিশানা করেন বিজেপিকে।
কুণাল-কাণ্ডে ড্যামেজ কন্ট্রোল করতে আসরে ডেরেক? বেকবাগানের অফিসে তিন তৃণমূল নেতার বৈঠক
রানাঘাটের জনসভা থেকে সন্দেশখালির স্টিং ভি়ডিও নিয়ে মমতা আক্রমণ করেন বিজেপিকে। তিনি বলেন, সন্দেশখালির স্টিং শো এটা দেখায় যে বিজেপির মধ্যে পচন কতটা গভীর। বাংলার প্রগতিশীল চিন্তাধারা ও সংস্কৃতির প্রতি ঘৃণার বশবর্তী হয়ে বাংলা বিরোধীরা আমাদের সমস্ত স্তরে অপমান করার ষড়যন্ত্র করেছেন। এর আগে কখনও দেখা যায়নি যে দিল্লির কোনও শাসনদল একটি গোটা রাজ্য ও তাঁর জনগণকে অপমান করার চেষ্টা করছেন। দিন্নির ষড়যন্ত্রের বিরুদ্ধে কীভাবে বাংলার ক্ষোভ ফেটে পড়বে সেই সাক্ষী থাকবে ইতিহাস। মমতা আরও বলেন, 'সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিল। আসল তত্ত্ব ফাঁস । অনেক দিন ধরেই বলেছিলাম এটা পরিকল্পনা, বিজেপির তৈরি করা নাটক। ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয় দেখব। '
রূপঙ্কর গান ছাড়ছেন ? গায়কের 'বিদায়' লেখা পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাণাঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধীকারির সমর্থনে প্রচার করে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তাঁর বক্তব্যের শেষে অন্যান্যবারের মত সাংস্কৃতিক কর্মসূচি করার কথা বলেন দলের নেতা কর্মীদের। মমতা নিজেই বলেন,' মুকুটমণি ঢাঁক বাজাবে। ইন্দ্রনীল গান গাইবে আর আমি কী করব?... আমি কাজ খুঁজে নেব'। মঞ্চেই মমতা ইন্দ্রনীল সেনের গানের তালে পা মেলান। পাশাপাশি খুব অল্প সময়ের জন্য ঢাঁকও বাজান।
DEV: কোটি কোটি টাকার সম্পত্তির মালিক দেব, ঘাটালের প্রার্থীর গাড়ি-বাড়ি গয়না অবাক করার মত