"আমার কাছে ‘গদ্দার’ শব্দের অর্থ আলাদা" নাম না করে কুণালকে কটাক্ষ দেবের! কী বললেন অভিনেতা

Published : May 04, 2024, 01:18 PM IST
DEV

সংক্ষিপ্ত

‘গদ্দার’ শব্দ নিয়ে ফের মুখ খুললেন দেব! কী বললেন অভিনেতা?

চলছে লোকসভা নির্বাচন প্রক্রিয়া। বেশ কিছুদিন আগে এক প্রচার সভায় মিঠুন চক্রবর্তীকে 'গদ্দার' বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেবের সঙ্গে অত্যন্ত সু-সম্পর্ক রয়েছে এই প্রবীণ অভিনেতার। মিঠুন চাইলে নাকি কিডনিও দিয়ে দিতে পারেন এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন দেব। তাই মিঠুনকে করা 'গদ্দার' মন্তব্যে একদমই সহমত নন ঘাঁটালের তৃণমূল প্রার্থী।

দেবের সঙ্গে মিঠুনের এই ব্যক্তিগস সম্পর্ক নিয়ে আবার খোঁচা মারেন কুণাল ঘোষ। নাম না করে দেবকে কটাক্ষও করেন তিনি। বলেছিলেন, ‘‘দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারও বিরোধিতা করেছিলেন। বলেছিলেন, মিঠুন চক্রবর্তীকে উনি ‘গদ্দার’ বলে মনে করেন না। এমনকি, ভোটপ্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির প্রশংসা করার পরও দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।’’ আর তার পর থেকে শোরগেল পড়ে যায় বাংলার রাজ্য রাজনীতিতে। তবে এখনও 'গদ্দার' শব্দের ব্যবহারে নিজের দৃষ্টিভঙ্গী নিয়ে অনড় থাকলেন দেব। তিনি জানান, তাঁর কাছে গদ্দারের অর্থ একেবারেই ভিন্ন।

এই প্রেক্ষিতে শুক্রবার ‘গদ্দার’ শব্দ নিয়ে আবার মুখ খোলেন দেব। এই জনপ্রিয় অভিনেতা জানান, ‘‘কুণালদা আমার সম্পর্কে কী বলেছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটুকু বলতে পারি, আমার কাছে ‘গদ্দার’ শব্দের অর্থ আলাদা। আমার কাছে ‘গদ্দার’ শব্দের অর্থ দলে থেকে, দলের পদে থেকে দলবিরোধী কার্যকলাপ করা। দলের ক্ষতি করা।’’  এক্ষেত্রে দেব কুণালকে ইঙ্গিত করছেন কি না তা জিজ্ঞাসা করা হলে অভিনেতা হেসে বলেন,  ‘‘কেউ দল থেকে বেরিয়ে অন্য দলে গিয়ে বিরূপ মন্তব্য করতেই পারেন। কিন্তু দলে থেকে দলের ক্ষতি করাটাই হল গদ্দারি।’’

PREV
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক