খাতায় কলমে আজ, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্মদিন। ১৯৫৫ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
আসল জন্মদিন নয়
তবে এই দিনটি খাতায় কলমে জন্মদিন হলেও আসল জন্মদিন কিন্তু নয়। তেমনই জনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।
কবে জন্মদিন মমতার
নিজের জন্মদিন সম্পর্কে নিজেই বিস্তারিত জানিয়েছেন নিজের বইতে।
মমতার বই
নিজের লেখা বই 'একান্তে'তে মমতা জানিয়েছেন, তিনি তাঁর মায়ের কথা থেকে শোনা কথা। কোনও রকম রাখঢাক না করেই নিজের জন্মদিনের কথা বলেছেন।
মমতার জন্মদিন
মমতা 'একান্তে'বইএর ৪৮ নম্বর পাতার শুরুতেই নিজের জন্মদিনের কথা লিখেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানিয়েছেন কবে কখন জন্ম হয়েছিল তাঁর।
মমতার লেখা
মমতা লিখেছেন, 'মা'র কথানুযয়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়।'
জন্মের সাল
জন্মদিনের কথা জানালেও সাল আর তারিখ উল্লেখ করেননি মমতা। খাতায়কলমে এবার ৭০-এ পা দিলেন মমতা।
জন্মের নথি
মমতা এনআরসি আর সিএএ নিয়ে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তাঁদের সময় অনেকেরই জন্মের সংশাপত্র ছিল না। পরে তৈরি করা হয়েছিল।
মমতা বন্দ্যোপাধ্যায়
রাজনৈতিক ক্ষেত্রে একাধিক সম্মান পেয়েছেন। তিনি ২০১২ ও ২১ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন।
তৃণমূল কর্মীদের শুভেচ্ছা
আজ সত্যিকারের জন্মদিন না হলেও খাতায় কলমে আজই জন্মদিন মমতার। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাঁকে এই দিন শুভেচ্ছা জানাচ্ছেন।