শুভ জন্মদিন মমতা বন্দ্যোপাধ্যায়! উদযাপন হলেও আজ কিন্তু আসল জন্মদিন নয়, রইল মুখ্যমন্ত্রীর জন্মের কথা

Published : Jan 05, 2025, 01:33 PM IST

খাতায় কলমে আজ, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্মদিন। কিন্তু এটাই আসল জন্মদিন নয়। নিজের জন্মদিন নিয়ে নিজের বইতে অকপট মমতা বন্দ্যোপাধ্যায়। 

PREV
110
মমতার জন্মদিন

খাতায় কলমে আজ, ৫ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের জন্মদিন। ১৯৫৫ সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

210
আসল জন্মদিন নয়

তবে এই দিনটি খাতায় কলমে জন্মদিন হলেও আসল জন্মদিন কিন্তু নয়। তেমনই জনিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

310
কবে জন্মদিন মমতার

নিজের জন্মদিন সম্পর্কে নিজেই বিস্তারিত জানিয়েছেন নিজের বইতে।

410
মমতার বই

নিজের লেখা বই 'একান্তে'তে মমতা জানিয়েছেন, তিনি তাঁর মায়ের কথা থেকে শোনা কথা। কোনও রকম রাখঢাক না করেই নিজের জন্মদিনের কথা বলেছেন।

510
মমতার জন্মদিন

মমতা 'একান্তে'বইএর ৪৮ নম্বর পাতার শুরুতেই নিজের জন্মদিনের কথা লিখেছেন মুখ্যমন্ত্রী। সেখানেই জানিয়েছেন কবে কখন জন্ম হয়েছিল তাঁর।

610
মমতার লেখা

মমতা লিখেছেন, 'মা'র কথানুযয়ী দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পরই নাকি বৃষ্টি থেমে যায়।'

710
জন্মের সাল

জন্মদিনের কথা জানালেও সাল আর তারিখ উল্লেখ করেননি মমতা। খাতায়কলমে এবার ৭০-এ পা দিলেন মমতা।

810
জন্মের নথি

মমতা এনআরসি আর সিএএ নিয়ে প্রতিবাদ জানিয়ে বলেছিলেন, তাঁদের সময় অনেকেরই জন্মের সংশাপত্র ছিল না। পরে তৈরি করা হয়েছিল।

910
মমতা বন্দ্যোপাধ্যায়

রাজনৈতিক ক্ষেত্রে একাধিক সম্মান পেয়েছেন। তিনি ২০১২ ও ২১ সালে টাইম ম্যাগাজিনের বিশ্বের ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন।

1010
তৃণমূল কর্মীদের শুভেচ্ছা

আজ সত্যিকারের জন্মদিন না হলেও খাতায় কলমে আজই জন্মদিন মমতার। তাই তৃণমূল কংগ্রেস কর্মীরাও তাঁকে এই দিন শুভেচ্ছা জানাচ্ছেন।

Read more Photos on
click me!

Recommended Stories