সকলকে অবাক করে বছরের শুরুত দ্বিগুণ হবে এই প্রকল্পের টাকা? কারা কবে হাতে পাবেন জেনে নিন

শোনা যাচ্ছে এই প্রকল্পের টাকা নাকি দ্বিগুণ হতে চলেছে? অর্থাৎ এর পর থেকে যাদের যাদের এই প্রকল্পে নাম আছে সেই মহিলারা পাবেন দ্বিগুণ পরিমান টাকা।

Deblina Dey | Published : Jan 5, 2025 1:19 PM / Updated: Jan 05 2025, 01:41 PM IST
114

পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষী ভান্ডারের সূচণা বেশ কয়েক বছর আগেই করেছিলেন।

214

এই প্রকল্পের জেরেই রাজ্যে তৃণমূল সরকারের জয়জয়কার গোটা বাংলায়। 

314

কারণ এই প্রকল্পের অধীণে বাংলার প্রায় ঘরে ঘরে প্রতিটি মহিলা পান ১০০০ থেকে ১২০০ টাকা আর্থিক সাহায্য। 

414

তবে অভিনব বিষয় হল, শোনা যাচ্ছে এই প্রকল্পের টাকা নাকি দ্বিগুণ হতে চলেছে? 

514

অর্থাৎ এর পর থেকে যাদের যাদের এই প্রকল্পে নাম আছে সেই মহিলারা পাবেন দ্বিগুণ পরিমান টাকা। কিন্তু কতটা সত্যি এই বিষয়?

614

বাংলার মহিলাদের কথা ঙেবে মুখ্যমন্ত্রী তাদের হাতে প্রতি মাসে কিছু নির্দিষ্ট পরিমান টাকা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

714

এই প্রকল্পের অধীনে মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে প্রায় ১০০০ থেকে ১২০০ টাকা করে তারা পান টাকা। 

814

আবার যখনই আপনার ৬০ বচর বয়স হবে তখন সরাসরি লক্ষী ভান্ডার অ্যাকাউন্টেই ঢুকবে বার্ধক্য ভাতার টাকা। 

914

তবে শোনা গিয়েছেন মুখ্যমন্ত্রী খুব শীঘ্রই এই প্রকল্পের অর্থের পরিমান দ্বিগুণ করবেন। 

1014

যদিও এখনও তিনি এই বিষয়ে কোনও ঘোষণা করেননি তবে খুব শিঘ্রই এই ঘোষণা তিনি করবেন। 

1114

সেই কারণেই অপেক্ষায় দিন গুণছেন বাংলার এই প্রকল্পের সঙ্গে জড়িত বহু মহিলা।

1214

যদি এই প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়, তাহলে লক্ষী ভাণ্ডারে যাদের নাম আছে সেই সমস্ত মহিলারা পাবেন প্রায় ২০০০ থেকে ২৪০০ টাকার মতো ভাতা।

1314

যা আজ পর্যন্ত রাজ্যের কোনও মুখ্যমন্ত্রী পিছিয়ে থাকা মহিলাদের এই আর্থিক সুবিধা প্রদান করেছেন বলে রেকর্ড নেই।

1414

তবে এই বিষয়ে কোনও সরকারি প্রচার করা হয়নি নবান্নের তরফ থেকে। তাই এই ধরণের এই সুখবর শোনার জন্য মুখিয়ে আছেন রাজ্যের সাধারণ মহিলারা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos