২ দিনের সফরে দার্জিলিং-এ মমতা, ফিরে এসেই রাজারহাটে বড় কর্মসূচি মুখ্যমন্ত্রীর

Published : Nov 09, 2024, 06:28 PM IST
Mamata Banerjee calls Hemant Soren asking him to handle manmade flood situation in Bengal bsm

সংক্ষিপ্ত

নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩টে জিটিএর প্রশাসনিক বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন দুপুর ৩টে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মমতা। 

দুই দিনের সফরে দার্জিলিং যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার তাঁর দার্জিলিং পৌঁছানোর কথা রয়েছে। নবান্ন সূত্রের খবর মঙ্গলবার ও বুধবার পাহাড়ে প্রশাসনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে এখনও পর্যন্ত কোনও ঘোষিত রাজনৈতিক কর্মসূচি নেই মমতার। বৃহস্পতিবার শিলিগুড়িতে ফেরার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে তিনি ফিরবেন কলকাতায়।

নবান্ন সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ৩টে জিটিএর প্রশাসনিক বৈঠক রয়েছে। উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন দুপুর ৩টে দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মমতা। দুই দিন পাহাড়ে কাটিয়ে বৃহস্পতিবার শিলিগুড়ি ফিরবেন তিনি। সেখান থেকেই কলকাতায়। শুক্রবার কলকাতায় একটি কর্মসূচি রয়েছে তাঁর। নবান্ন সূত্রের খবর জিটিএ-র বৈঠক ও সরস মেলার উদ্বোধনের জন্যই মমতা বন্দ্যোপাধ্য়ায় দার্জিলিং যাচ্ছেন।

আগামী শুক্রবারবার বিরসা মুণ্ডার ১৫০তম জন্মদিন। পাহাড় থেকে কলকাতায় ফিরে এই অনুষ্ঠানে তিনি যোগদেবেন। অনুষ্ঠান হবে রাজারহাটে আদিবাসী ভবনে। বিরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে ১৫-২১ নভেম্বর পর্যন্ত কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার।

দার্জিলিংএ জিটিএ-তে ক্ষমতায় রয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তৃণমূলের সঙ্গে এই সংগঠনের সম্পর্ক সুস্ঠু। এই পরিস্থিতি কাজে লাগিয়ে দার্জিলিংএর উন্নয়নের ওপর জোর দিতে চান মমতা। আর সেই কারণেই জিটিএ-র বৈঠকে উপস্থিত থাকছেন তিনি। মমতা চান, দার্জিলিংএর আইটি হাব তৈরি করা হোক। দার্জিলিং ও কালিম্পং-এ আটিহাব তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র
'যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া উচিত এই ভোগান্তির জন্য', ইন্ডিগোর বিপর্যয়ে কেন্দ্রকে নিশানা মমতার