নিজে হাসপাতালে গিয়ে এগরার বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘ওসি ব্যবস্থা না নিলে সরাসরি আমাকে জানান’, এগরায় গ্রামবাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। এলাকায় কোনওরকম বেআইনি বাজি কারখানার খবর কানে এলে অবিলম্বে সেই খবর প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এগরার বিস্ফোরণকাণ্ডের ১২ দিন পর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শনিবার সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে নিলেন তৃণমূল দলনেত্রী। একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ হতে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী। এগরার মঞ্চ থেকে গ্রামবাসীদের ওপরেই নজর রাখার ভার তুলে দিলেন তিনি।

শনিবার পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে গিয়ে বিস্ফোরণে নিহত মানুষদের পরিবারের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বেআইনি বাজি কারখানায় ১১ জন মারা গিয়েছেন। যাঁরা চাকরি করতেন, মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। এই ঘটনায় আমাদের চোখ খুলে গেছে।” পাশাপাশি গ্রামের মানুষদের আশ্বস্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে বেআইনি বাজি কারখানা রুখতে একটা কমিটি হয়েছে। আগামী ২ মাসের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে। রাজ্য সরকারের পক্ষ থেকে বাজির ক্লাস্টার তৈরি করা হবে।

Latest Videos

প্রশাসনিক কর্মীদের থেকেও গ্রামবাসীদের নজরদারির ওপরেই অধিকতর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, টাকার লোভে অনেকে এই ধরনের বেআইনি বাজি কারখানা চালাচ্ছে। এর জন্যই খাদিকুলের মতো ঘটনা ঘটছে। এলাকায় কোনওরকম বেআইনি বাজি কারখানার খবর কানে এলে অবিলম্বে সেই খবর প্রশাসনকে জানানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরাসরি যোগাযোগ করার পরামর্শ দিয়ে আঞ্চলিক মানুষজনের প্রতি মমতার স্পষ্ট নির্দেশ, “ওসিকে জানান। তিনি যদি ব্যবস্থা না নেন আমাকে জানান। আমি প্রয়োজনে ওসিকে সরিয়ে দেবো।”

শনিবার বিকেলে নিজে এগরার হাসপাতালে গিয়ে বিস্ফোরণে আহত মানুষদের সঙ্গে দেখা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে নতুন জন্ম নেওয়া সদ্যোজাত শিশুরও শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

আরও পড়ুন-

আপনি কি সোজা হয়ে শুয়ে ঘুমোলে ভয়ের স্বপ্ন দেখে বোবা হয়ে যান? জেনে নিন এর থেকে নিষ্কৃতি পাওয়ার উপায়
জলে পড়লেই ফুলে যাবে জামা, ডুবন্ত শিশুদের বাঁচাতে অদ্ভুত আবিষ্কার যুবকের
ঝাড়গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা, সাংসদকে ঘিরে ‘চোর চোর’ স্লোগান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News