চেন্নাই সফরে অন্য মেজাজে মমতা বন্দ্যোপাধ্য়ায়, রাজ্যপালের বাড়িতে বাজালেন সেন্ডা মেলম বাজালেন

চেন্নাই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

 

চেন্নাই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতেই তিনি চেন্নাই গেছেন। আর সেখানেই গিয়েও রীতিমত নিজের মেজাজেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে গিয়েও সেন্ডা মেলম বাজালেন। যা দেখতে অনেকটা ঢাঁকের মতই। দুর্গা পুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢাঁক বাজাতে দেখা গিয়েছিল। আবার একটি অনুষ্ঠানে তিনি ডান্ডিয়া নাচেও অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে পুজোর ছন্দেই দেখা যায়। তিনি চেন্নাই বিশেষ বাদ্যযন্ত্রটি বাজান।

রাজ্যপাল লা গণেশনের দাদার জন্মদিন উপলক্ষ্যেই একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই সামিল হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, পুদুচেরির গভর্নর তামিলিসাই সৌন্দররাজন ও অভিনেতা রজনীকান্ত।

Latest Videos

কালীপুজোর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে সস্ত্রিক গিয়েছিলেন রাজ্যপাল লা গণেশন। তাঁকে নিজের গোটা বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রীর বাড়ি দেখে রীতিমত বিস্ময় প্রকাশ করেছিলেন রাজ্যপাল। তাঁর প্রশ্ন ছিল এতো ছোট বাড়িতে থাকেন কি করে মমতা। যাইহোক তারপরই রাজ্যপালের চেন্নাইয়ের ঘরোয়া অনুষ্ঠানে মমতাকে আমন্ত্রণ জানানোর খবর সামনে আসে। সেই সময়ই জানা গিয়েছিলেন রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি চেন্নাই যাচ্ছেন।

বর্তমান রাজ্যপালের সঙ্গে মমতা বন্দ্যোাধ্যায়ের সুসম্পর্ক রয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ আগের রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল না তা একাধিকবার প্রকাশ্যে এসেছে। রাজভবন-নবান্নের দ্বন্দ্ব সেই সময় এই রাজ্যে নিত্যদিনের বিষয় ছিল। তৃণমূলের নেতা নেত্রীরা যেময় কথায় কথায় জগদীপ ধনখড়কে আক্রমণ করতেন তেমনই জগদীপ ধনখড়ও ও রাজ্যের বিজেপির নেতা কর্মীরা তৃণমূলকে একই ভাবে নিশানা করল। রাজনীতিবিদদের কথায় রাজ্যপালকে বিজেপির লোক হিসেবেই দেখত শাসকদল। যাইহোক সেসব অতীত। বর্তমানে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি। গুরুদায়িত্ব রয়েছে তাঁর। তাঁর পরিবর্তে রাজভবনের দায়িত্ব লা গণেশনের ওপর। এখনও পর্যন্ত তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক বজায় রয়েছে । রাজনৈতিক বিশেষজ্ঞদের কথায় যা প্রশাসনিক কাজকর্মের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ।

বুধবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি প্রথমে তামিল মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের বাড়িতে যান। তাঁর সঙ্গে একটি বৈঠকও করেন। সূত্রের খবর মোদী সরকারের আমলে কেন্দ্রীয় এসেন্সির অতি সক্রিয়তা, বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা, গণতান্ত্রিক অধিকার খর্ব করা, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে দেওয়া - এই বিষয়গুলি নিয়ে আলোচনা করেন।

গুজরাটে দুই দফায় বিধানসভা নির্বাচন, জানুন নির্বাচন কমিশনের বিস্তারিত ঘোষণা

স্বাধীনতা আন্দোলনে আদিবাসীদের ভূমিকার কথা স্মরণ করে মানগড় ধামকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষণা, জানুন এর ইতিহাস

লুলা বিরোধী বিক্ষোভে উত্তাল ব্রাজিল, সেনাবাহিনীর কাছে 'আবদার' ক্ষমতায় থাকুক বলসোনারো

 

 

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তোর বউ তো খুব সুন্দর!' এরপরেই ঘটে গেল হাড়হিম করা ঘটনা! দেখুন | Barasat News Today
ধান কাটা নিয়ে রণক্ষেত্র Basanti! প্রতিবেশীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ছুটে আসল পুলিশ
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
রান্না করতে গিয়েই ঘটলো বিপদ! চোখের পলকে ছাই হয়ে গেলো সব, শোকের ছায়া Budge Budge-এ | South 24 Pargana