'HMPV নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র', সাধারণ মানুষকে সতর্ক করলেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণ জ্বর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র! একই সঙ্গে তাঁর আশ্বায় ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না।

 

HMPV, পুরো নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস। HMPV নিয়ে সর্বত্রই আতঙ্ক বাড়ছে। সম্প্রতি জনা গেছে খাস কলকাতায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল এক শিশু। যদিও শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাবা ও মায়ের সঙ্গে মুম্বইতে ফিরে গেছে। কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পরই HMPV নিয়ে আতঙ্ক বাড়ছে রাজ্যের বাসিন্দাদের মধ্যে। যদিও নাগরিকদের আশ্বস্ত করেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। তিনি HMPV নিয়ে আতঙ্কের পিছনে ষড়যন্ত্রের করণ দেখছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাধারণ জ্বর নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে প্রাইভেট চক্র! একই সঙ্গে তাঁর আশ্বায় 'ভয় পাবেন না। আতঙ্কিত হবেন না। এই ভাইরাস মারাত্মক ক্ষতিকারক নয়।' মঙ্গলবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই ভাইরাস মারাত্মক নয়।' তারপরই মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, 'কিছু প্রাইভেট চক্র রয়েছে যারা সাধারণ মানুষের স্বাভাবিক জ্বর নিয়েও আতঙ্কিত করে দিচ্ছে।' তিনি বলেন, তাঁর সরকার স্বাস্থ্যসাথী দিয়েছে, সেখানে প্রয়োজনের বাইরে কয়েক লক্ষ টাকার অনর্থক বিল হচ্ছে। তাই তাঁর সরকার এটা নিয়ে আলোচনা করছে উচ্চপর্যায়ে। তিনি বলেন, 'আমরা প্রয়োজন হলে অবশ্যই জানাব তাই আপাতত এটা নিয়ে আতঙ্কিত হবেন না।'

Latest Videos

গতকালও রাজ্যবাসীকে আশ্বস্ত করে মমতা বলেছিলেন, 'HMPV নিয়ে আতঙ্ক ছড়ানোর কিছু নেই। বৈঠক করে মুখ্যসচিব গাইডলাইন ঠিক করেছেন। অন্য কোনও গাইডলাইন এলে রাজ্য সরকার তা মানবে।' তিনি আরও বলেন রাজ্য সরকার সর্বদাই সাধারণ মানুষের পাশে থাকে। মানুষের সেবা করতে চায়। মঙ্গলবার স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, কর্ণাটকের দুটি , গুজরাটের একটিস তামিলনাড়ুর দুটি ও কলকাতার একটি শিশুর শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Roadshow Live : বিশাখাপত্তনমে মোদীজির রোড শো, সরাসরি | Asianet News Bangla
'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
‘Trinamool-এর হাতেই তৃনমূল খুন হচ্ছে’ Samik Bhattacharya-র বিস্ফোরক মন্তব্য!
চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে কুকর্ম! ধরা পড়লো হাতেনাতে! চাঞ্চল্য Nadia-এ, দেখুন
'সরকারি কর্মচারীদের বেতন বন্ধের দিকে এগোচ্ছে মমতা' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu on Mamata