
বিহারে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা করছে নির্বাচন কমিশন। যা নিয়ে গোটা দেশজুড়েই বিতর্ক তুঙ্গে। তারওপর এই রাজ্যে বুথ স্তরের সরকারি অফিসারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বীরভূমে প্রশাসনিক বৈঠক থেকে বিএলও বা বুথ স্তরের অফিসারদের কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিএলওদের সাধারণ মানুষকে হেনস্থা না করার আবেদন করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বিএলওদের স্মরণ করিয়ে দিয়েছেন, তারা রাজ্য সরকারেরই কর্মী। বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকেই মমতা বলেন, 'বিএলও-দের কাছে অনুরোধ থাকবে, ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না পড়ে সেটা দেখার।' মমতা বলেছেন, 'ভোটের আগে ও পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের কর্মী। কোনও মানুষকে অযথা হেনস্থা করবেন না। '
ভোটার তালিকা থেকে রাজ্যের দীর্ঘ দিনের ভোটারদের নাম যাতে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন করেছেন, একটি ছেলে চারদিনের জন্য বেড়াতে গিয়েছে। কিন্তু তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেবেন? এটা কী সম্ভব! তিনি বিএলওদের চোখকান খোলা রেখে কাজ করতে পরামর্শ দিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশনের কাজে মমতা যে খুব একটি সন্তুষ্ট নন তাও এদিনের বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন।
বিহারে ভোটার তালিকা সংশোধন হচ্ছে। এরপরে বাংলায় ভোটার তালিকা সংশোধন হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক দলগুলি। নির্বাচন কমিশনও বিএলও-দের প্রশিক্ষণ দিচ্ছে। এই অবস্থায় মমতার এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রবিবার রাজ্যের মুখ্যনির্বাচনি আধিকারিক মনোজ আগরওয়াল নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন। দিল্লিতেও বিএলওদের একাংশের প্রশিক্ষণ হচ্ছে। এই অবস্থায় মমতার নির্দেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, 'অনেক সময় জেলাশাসকরা দায়িত্ব দিচ্ছেন নীচের লোককে। এই যে ১০০০ লোককে দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই বিষয়য়ে আমাকে বা মুখ্যসচিবকে কিছুই বলা হয়নি। কিন্তু নিয়ম মত রাজ্য প্রশাসনকে সেটা জানান জরুরি। '
শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল একটি সাংবাদিক বৈঠক করেন। সেখানেই স্পষ্ট করে জানিয়েছেন রাজ্যের বিএলও-দের প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু হচ্ছে। কিন্তু রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে কিনা তা স্পষ্ট করে জানানি। তিনি বলেছেন, রাজ্যে SIR হবে কিনা তাই নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচন কমিশন। এই বিষয়টি তার এক্রিয়ারের মধ্যে নয় বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আগামী বছর রাজ্যে বিধানসভা নর্বাচন। তার আগেই এই রাজ্যে বিহারের ভোটার তালিকার মত বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR হবে কিনা তাই নিয়ে বিতর্ক তুঙ্গে। বিজেপির নেতা কর্মীরা যেমন SIR-এর পক্ষে জোর সওয়াল করেছেন তেমনই তৃণমূল কংগ্রেস এর চূড়ান্ত বিরোধিতা করছে। কংগ্রেস ও বামেরাও এই বিরোধিতা করছে