নিম্নচাপ সরলেও বঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস! মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

Published : Jul 28, 2025, 07:03 AM IST
UP Weather Today 21 June 2025

সংক্ষিপ্ত

মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে এবং ক্রমশ শক্তি হারাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।

মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে। মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের পর পুরুলিয়া, কাঁথি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ সরে উত্তর ছত্তিশগড়ে অবস্থান করছে। সোমবার তা আরও সরে পূর্ব মধ্য প্রদেশে চলে যাবে। শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। শনিবার থেকে সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে।

নিম্নচাপ সরলেও মৎস্যজীবীদের সোমবারও সমুদ্রে যেতে নিষেধ করেছে আলিপুর আবহাওয়া দফতর। এর আগে মঙ্গলবার পর্যন্ত সতর্কবার্তা দিয়েছিল আবহাওয়া দফতর। এছাড়া সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে, পুরুলিয়া বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে। অতিভারি বৃষ্টির সতর্কতা। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। মঙ্গল ও বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। সোমবার থেকে বুধবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস।

বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বাংলায়। দু এক পশলা ভারী বৃষ্টি কোন কোন জেলায় হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোম ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কিছুটা কমবে। পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোমবারে নদিয়া, মুর্শিদাবাদ। সোমবার নদীয়া ও উত্তর ২৪ পরগনা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।

দূরে সরে নিম্নচাপ শক্তি হারাবে। ক্রমশ প্রভাব কমবে বাংলায়। মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলায় বৃষ্টি থাকবে। আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্বাভাস বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভোটের আগে ফের বেফাঁস মন্তব্যে বিতর্কে তৃণমূল সভাপতি, বিরোধীদের কড়া হুঁশিয়ারি
Adhir Ranjan Chowdhury: 'মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৃণমূল পার্টির ক্রিয়েশন', বিস্ফোরক মন্তব্য অধীরের