অভিষেকের ইচ্ছেতে সিলমহর মমতার? ১০ দিনের মধ্যেই তৃণমূলের সাংগঠনিক রদবদল
২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হচ্ছেই। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এই বিষয় নিয়ে প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন মমতা ও অভিষেক।
নতুন বছরের প্রথমেই আবারও তৃণমূল কংগ্রেসের সাংগঠনির রদবদল নিয়ে জল্পনা শুরু। তবে এবার আর অন্য কারও ইঙ্গিতে নয়। তৃণমূল সূত্রের খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই এই নিয়ে বৈঠক হয়েছে।
মমতার বাড়িতে বৈঠক
তৃণমূল সূত্রের খবর, বছরের প্রথম দিনেই কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাঁর সঙ্গে দলের সাংগঠনির রদবদল নিয়ে আলোচনা হয়।
মমতা-অভিষেকের কথা
তৃণমূল সূত্রের খবর, অভিষেকের নির্বাচনী ক্ষেত্র ডায়মন্ড হারবারে চলছে স্বাস্থ্য শিবির। সেই সম্পর্কেও খোঁজ খবর নিয়েছেন মমতা। পাশাপাশি দলের সাংগঠনিক রদবদল ও ২০২৬ সালের বিধানসভা নির্বাচন নিয়ে কথা হয়েছে।
তিন জনের বৈঠক
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর বৈঠকে মমতা-অভিষেক ছাড়াও ছিলেন তৃণমূলের রাজ্যসভারতি সুব্রত বক্সিকে।
অভিষেকের ব্যাখ্যা
দলীয় সূত্রে খবর, গত লোকসভা ভোটের ফলের ভিত্তিতে যে সব পদক্ষেপ নিয়ে অভিষেক এগোতে চেয়েছিলেন, সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই এই পরিবর্তনের প্রয়োজন ব্যাখ্যা করেছেন তিনি।
সময় নষ্ট নয়!
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এখন থেকেই এই বিষয়ে কাজ শুরু করতে চান অভিষেক বন্দ্যোপাধ্যা। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ২০২৬এর নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চান।
মমতার সায়
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর অভিষেকের ইচ্ছেতে সায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমন্বয় তৈরির ভার দিয়েছেন রাজ্য সভাপতিকে।
দলীয় শৃঙ্খলা
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর, এই বৈঠকে দলীয় শৃঙ্খলার ওপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে।
রদবদল কবে
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আর মাত্র দিন ১০-এর মধ্যেই তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল হতে পারে।
মমতা চাইছেন
আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যব্যাপী আবাস প্রকল্পকেই সব থেকে গুরুত্ব দিয়ে দেখছেন মমতা। এই প্রকল্পে স্বচ্ছতা রক্ষার বিষয়টিকে বিশেষ প্রাধান্য দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব।