স্বাস্থ্যস্থাথী কার্ডে কোটি কোটি টাকা অপব্যবহার! বিধানসভায় তদন্তের হুমকি মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভায় দাঁড়িয়েই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত তদন্ত হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার।

 

Saborni Mitra | Published : Nov 28, 2024 10:40 AM IST / Updated: Nov 28 2024, 04:14 PM IST
110
স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যস্থাথী কার্ডের মাধ্যমে রাজ্যের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সরকারি ও বেসরকারি হাসপাতালে স্বাস্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা পাওয়া যায়।

210
বিধানসভায় মমতা

বর্তমানে বিধানসভায় শীতকালীন অধিবেশন চলছে। সেখানেই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সতর্ক করেন মমতা বন্দ্যোপাধ্যয়।

310
স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের অপব্যবহার হচ্ছে। আরজি কর আবহেওই স্বাস্থ্যসাথীর অপব্যবহার হয়েছে বলেও দাবি করেন তিনি।

410
তদন্ত হবে

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে রাজ্য সরকার বিস্তারিত তদন্ত করবে বলেও জানিয়েছেন মমতা।

510
মমতার বার্তা

বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওই সময় স্বাস্থ্যসাথীর টাকা অনেক বেশি খরচ করতে হয়েছে।'

610
মমতার দাবি

বিধানসভায় মমতা বলেন,'কখনও কখনও অপ্রিয় সত্য বলতে নেই। হয়েছে এমন অনেক কিছু। আমাদের অনেক টাকা বেরিয়ে গেছে। আর জি কর মামলা বিচারাধীন। তাই ধরতে পেরেছি। এই স্বাস্থ্যসাথীর টাকা নিয়ে চিকিৎসা করেছে। আমি ভালো করে তদন্ত করেছি। ডবল ক্রস করছি।'

710
মমতার সাফ কথা

মমতা বলেন, 'এই টাকা যে অপব্যবহার করেছে..। এটা তদন্ত করে শাস্তি হবে। আপনার ইচ্ছা না থাকলে কাজ করবেন না। কিন্তু জনগণের টাকা মিস ইউজ করা যায় না। কে কীভাবে সেটা করেছে সেটার তদন্ত করে এটার শাস্তি হবে।'

810
সমীক্ষা রিপোর্ট

একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ১০ আগস্ট থেকে ১৮ সেপ্টেম্বর -এই সময়কালে স্বাস্থ্যসাথী প্রকল্পের খরচ হয়েছে ৩১৫ কোটি টাকা। যা অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

910
নবান্ন সূত্র

নবান্ন সূত্রের খবর, কর্মবিরতির সময় স্বাস্থ্যসাথী খাতে গড়ে দৈনিক ৭ কোটি ৮৬ লক্ষ টাকা খরচ হয়েছে। আন্দোলনের সময় দৈনিক বাড়তি টাকা নবান্নকে দিতে হয়েছে ১ কোটি ১৩ লক্ষ টাকা।

1010
আগেও মমতার ক্ষোভ

আগেও মমতার ক্ষোভ এর আগেও আরজি কর আন্দোলনে জুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, কর্মবিরতির সময় অনেক চিকিৎসকই বেসরকারি হাসপাতালে গিয়ে ডিউটি দিয়েছিল। যা ঠিক নয় বলেও দাবি করেছিলেন তিনি।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos