শীতের আমেজ বাড়ছে ক্রমে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৭ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন থেকেই অনুভূত হচ্ছে জাঁকিয়ে শীত।
এই শীতের মাঝেই বৃষ্টির ভ্রুকুটি। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কয়টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭২ ডিগ্রি, দমদমের ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, উলুবেরিয়াতে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘায় ১৬.১ ডিগ্রি সেলসিয়াস।
কৃষ্ণনগরে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, শান্তিনিকেতনে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
ক্যানিংএ ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, পানাগড়ে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস।
ঝাড়গ্রামে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, কল্যাণীতে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করছে।
এই কনকনে ঠান্ডার মাঝে এল বৃষ্টির পূর্বাভাস। আগামী ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর হবে বৃষ্টি।
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জেলায় হবে বৃষ্টি। জানিয়েছে হাওয়া অফিস।
সব মিলিয়ে বৃষ্টি হলে আরও জাঁকিয়ে শীত পড়বে বলে জানা যাচ্ছে।
গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজ এই তারমাত্রার আশে পাশে ঘোরাফেরা করবে বলে জানা যাচ্ছে।