Mamata Banerjee: চার দিনের উত্তরবঙ্গ সফরে মমতা, লোকসভা নির্বাচনের আগে কি পাহাড়ে তৃণমূলের হাতিয়ার বিনিয়োগ?

Published : Jun 05, 2023, 10:49 AM IST
 Mamata Banerjes strong reaction to Abhishek Banerjees CBI summons Nav Joar program cannot be stopped

সংক্ষিপ্ত

ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের মানুষের সুবিধা অসুবিধার কথা বুঝতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারও মূলত পাহাড়ে শিল্পের বিকাশ ও উন্নতি প্রসঙ্গেই একাধিক বৈকের লক্ষ্যে সেখান যাচ্ছেন মমতা।

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য পাহাড়ে বিনিয়োগ। প্রথম থেকেই দার্জিলিং-এ শিল্পের উপর বিশেষ জোড় দিয়েছিলেন মমতা। এর আগেও পাহাড় সফরে গিয়ে সেখানে বিনিয়োগের কথা বলেছেন তিনি। এবার সেই কথা রাখতেই চারদিনের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর নাগাদ উত্তরবঙ্গে পৌঁছবেন তিনি। উল্লেখ্য ক্ষমতায় আসার পর থেকেই পাহাড়ের মানুষের সুবিধা অসুবিধার কথা বুঝতে বারবার সেখানে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবারও মূলত পাহাড়ে শিল্পের বিকাশ ও উন্নতি প্রসঙ্গেই একাধিক বৈকের লক্ষ্যে সেখান যাচ্ছেন মমতা।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে এবার পাহাড় সফরে একাধিক পরিকল্পনা নিয়ে যাচ্ছেন মমতা। বেশি প্রাধান্য পাবে বিনিয়োগ এবং চা শিল্প। দার্জিলিং-এ শিল্পপতিদের সঙ্গে বৈঠকেও বসবেন তিনি। জেলা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে আগামী বুধবারই ভানু ভবনে হবে এই বৈঠক। উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক প্রথমসারির শিল্পপতিরা। থাকবেন শিল্প দফতরের সচিবরাও। শুধু তাই নয় জিটিএ প্রধান অনীত থাপারও উপস্থিত থাকবেন এই বৈঠকে। সোমবার দার্জিলিং পৌঁছলেও মমতার মঙ্গলবারের কর্মসূচি এখনও ঠিক হয়নি। তবে বুধবারের বৈঠকের সূচি ইতিমধ্যেই ঠিক হয়েছে। পাহাড়ে বিনিয়োগে মমতার প্রস্তাবে রাজিও হয়েছেন অনেক শিল্পপতি বলে জানা যাচ্ছে। ২০২৪-এর আগে মমতার এই 'রাজনৈতিক সফর' যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

উল্লেখ্য লোকসভা নির্বাচনের আগে ফের মাথা চারা দিচ্ছে গোর্খাল্যান্ডের দাবি। গোর্খাল্যান্ডের দাবিকে সমর্থন জানিয়েছেন বিমল গুরুং-ও। ফলত আসন্ন লোকসভা নির্বাচনে বড় ইস্যু হতে পারে পাহাড়। এই পরিস্থিতিতে পাহাড়ে শিল্প, বিনিয়োগের অস্ত্রেই শান দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর বুধবারের বৈঠকে রাজ্যে বিনিয়োগের খবর তুলে ধরার পাশাপাশি পাহাড়ে বিনিয়োগের ক্ষেত্রে কী কী সরকারি সুযোগ সুবিধা মিলবে সে বিষয়ও আলোচনা কতা হবে।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের