'আমি কোনও বাজে কথা বলিনি', কেন্দ্রীয় সরকারকে নিশানা করে জ্ঞানেশ্বরীর পাল্টা গোধরা তোপ মমতার

Published : Jun 04, 2023, 07:28 PM IST
Mamata banerjee

সংক্ষিপ্ত

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিজেপি নিশানা করেছে মমতাকে। এদিন জ্ঞানেশ্বরীর পাল্টা হিসেবে গোধরাকাণ্ডের কথা বলেন মমতা।

'আমি বালাসোরে গিয়েছিলাম, রেলমন্ত্রী আমার পাশে ছিল, ধর্মেন্দ্র ছিল। যতটুকু বলার ততটুকুই বলেছি। কোনও বাজে কথা বলিনি।' ওড়িশার ট্রেন দুর্ঘটনা নিয়ে রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়ে দেন, এই দুর্ঘটনার কারণে বাংলার বাসিন্দা এমন ৬২ জনের মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন রাজ্যে বিভিন্ন হাসপাতালে ২০৬ জন হাসপাতালে ভর্তি রয়েছে। ওড়িশার হাসপাতালে ৭৬ জন বাংলার বাসিন্দা ভর্তি রয়েছে। তিনি রাজ্যের ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি এদিন কেন্দ্রকে আক্রমণ করে বলেন, 'কেন্দ্র বেশি কথা বলে। কাজ কম করে। কাজ করছে সেই রাজ্য সরকার।' দুর্ঘটনার পরই রাজ্য থেকে প্রয়োজনীয় চিকিৎসক, অ্যাম্বুলেন্স ও প্রতিনিধি দল পাঠান হয়েছে বলেও জানিয়েছেন মমতা।

মমতা এদিন কেন্দ্র সরকারকে নিশানা করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি তালিকা ঘুরছে। যেখানে মমতা, নীতিশ কুমার, লালুপ্রসাদ যাদবের সময় ট্রেন দুর্ঘটনা কতগুলি হয়েছে আর কতজন মারা গেছে তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকা নিয়েও কথা বলেন মমতা। তিনি বলেন এটি সম্পূর্ণ ভুল তথ্য। মমতা আরও বলেন তাঁর সময় এত জন মারা যায়নি। ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে। মমতা আরও বলেন, 'আমি রেল তৈরি করে দিয়ে এসেছিলাম।' বর্তমানে রেল পরিষেবা নষ্ট হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি অ্যান্টি কোলিশন ডিভাইস নিয়ে নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকে। পাশাপাশি তিনি এদিনও বলেন রেলের মধ্যে কোনও সমন্বয় নেই। যদি থাকত তাহলে দুটো ট্রেন একই লাইনে কিছুতেই আসতে পারে না। তিনি জানিয়েছেন দীর্ঘদিন রেল মন্ত্রীর দায়িত্ব থাকায় রেলকে তিনি হাতের তালুর মতই চেনেন।

জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে বিজেপি নিশানা করেছে মমতাকে। এদিন জ্ঞানেশ্বরীর পাল্টা হিসেবে গোধরাকাণ্ডের কথা বলেন মমতা। তিনি বলেন, 'গোধরায় কতজনকে ট্রেনের মধ্যে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হয়েছে।' মমতা মোদীর নতুন সংসদ ভবন উদ্ধোধন নিয়েও কটাক্ষ করেন। বলেন, যেপরিমাণ টাকা খরচ হয়েছে সেই টাকার সামান্য কিছু পরিমাণ রেলের রক্ষণাবেক্ষণের জন্য খরচ করা হয় না। তিনি আরও বলেন, মোদীর নামে স্টেডিয়াম হচ্ছে সবকিছু হচ্ছে। কিন্তু উন্নয়ন ব্যাহত হয়েছে। ১০০ দিনের কাজের টাকা দেয় না বিজেপি। সেই কারণেই রাজ্যের মানুষ কাজের জন্য বাইরে চলে যাচ্ছে। যারা দুর্ঘটনার কবলে পড়ে তারা ট্রমায় রয়েছে। ত তাদেরও পাশে রাজ্য সরকার দাঁড়াবে বলেও জানিয়েছেন তিনি। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের দেহ লোপাট করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। তিনি বলেন তাঁদের কাছে যে তথ্য রয়েছে তার সঙ্গে কেন্দ্রের তথ্য মিলছে না। কারণে কেন্দ্র যে তথ্য দিচ্ছে তাতে মৃতের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে।

মমতা এদিন বলেন তিনি রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেননি। কিন্তু দোষীদের শাস্তির দাবি করেছেন তিনি। তিনি বলেছেন এখন থেকে যদি সাবধান হওয়া যায় তাহলে আগামী দিনে মৃত্যুর ঘটনা কমবে। তিনি প্রশ্ন তুলেছেন এক দিনে কি করে তদন্ত হয়। এই জাতীয় ঘটনার তদন্ত করতে কমপক্ষে তিন মাস সময় লাগে। মমতা আরও বলেন রেলমন্ত্রক গুরুত্বপূর্ণ ।আসল ঘটনা সামনে আসা খুবই জরুরি বলেও দাবি করেছেন তিনি। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর
"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র