উত্তর দিয়েই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে ছিলেন তিনি।
জলপাইগুড়িতে প্রচারের ফাঁকে
জলপাইগুড়িতে ভোট প্রচারের ফাঁকে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার ধারের ছোট্টো গুমটি দোকানে দাঁড়িয়ে চা তৈরি করলেন।
পরিচিত দৃশ্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা খুবই পরিচিত দৃশ্য। কারণ এর আগেই তাঁকে চা তৈরি করতে দেখা গেছে। মোমো তৈরি করেছেন। রাস্তার ধারের ছোট্ট দোকানে দাঁড়িয়ে ঝালমুড়িও তৈরি করেছেন।
মমতার বার্তা
মুখ্যমন্ত্রী রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা তৈরি করার ভিডিও ভাইরাল হয়েছে। এই ছবি অবশ্যই ভোটের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেয়।
মালবাজারে চায়ের দোকান
মালবাজারে রাস্তার ধারে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চা তৈরি করলেন। নিজে হাতে সেই চা তিনি পরিবেশনও করেন।
মমতার কথা
মমতা জানিয়েছেন, তিনি নিজের বাড়িতে থাকলেও চা তৈরি করেন। ছোট্ট দোকান দেখতে পেয়ে স্থানীয়দের উৎসহ দিতেই তিনি সেখানে ঢুকে পড়ে চা তৈরি করেছেন। তাদের দলের কর্মীদের সঙ্গেও দেখা করেন মমতা।
পঞ্চায়েত ভোটের প্রচার
পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। রবিবার গিয়েছেন উত্তরবঙ্গে। কোচবিহারের পর এদিন মমতা সভা করেন জলপাইগুড়িতে।
কোচবিহার থেকে বিজেপিকে নিশানা
কোচবিহারের পঞ্চায়েত ভোট থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন জলপাইগুড়িতে।
ডুয়ার্সে মমতার টার্গেট
ডুয়ার্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট চা শ্রমিকরা। কারণ এই এলাকায় ভোটাদের একটা বড় অংশই চা শ্রমিকদের মধ্যে পড়ে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান সেই কারণেই চা শ্রমিকদের সঙ্গে জনসংযোগ তৈরি করলেই চা তৈরি করলেন তিনি।
বাংলা জুড়ে প্রচারে মমতা
তৃণমূল সূত্রের খবর এবার পঞ্চায়েত ভোটের জন্য গোটা বাংলা জুড়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি-সিপিএম আর কংগ্রেস।