চালসায় চায়ের দোকানে মমতা , জলপাইগুড়িতে ভোট প্রচারে অন্য মেজাজে তৃণমূল সুপ্রিমো

ভোট প্রচারে পুরনো মেজাজে মমতা বন্দ্য়োপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে গিয়ে দোকানে দাঁড়িয়ে চা তৈরি করলেন তিনি।

 

Saborni Mitra | Published : Jun 26, 2023 9:51 PM
110
ভোট প্রচারে মমতা

উত্তর দিয়েই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার জলপাইগুড়িতে ছিলেন তিনি।

210
জলপাইগুড়িতে প্রচারের ফাঁকে

জলপাইগুড়িতে ভোট প্রচারের ফাঁকে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। রাস্তার ধারের ছোট্টো গুমটি দোকানে দাঁড়িয়ে চা তৈরি করলেন।

310
পরিচিত দৃশ্য

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এটা খুবই পরিচিত দৃশ্য। কারণ এর আগেই তাঁকে চা তৈরি করতে দেখা গেছে। মোমো তৈরি করেছেন। রাস্তার ধারের ছোট্ট দোকানে দাঁড়িয়ে ঝালমুড়িও তৈরি করেছেন।

410
মমতার বার্তা

মুখ্যমন্ত্রী রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে চা তৈরি করার ভিডিও ভাইরাল হয়েছে। এই ছবি অবশ্যই ভোটের আগে গুরুত্বপূর্ণ বার্তা দেয়।

510
মালবাজারে চায়ের দোকান

মালবাজারে রাস্তার ধারে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি চা তৈরি করলেন। নিজে হাতে সেই চা তিনি পরিবেশনও করেন।

610
মমতার কথা

মমতা জানিয়েছেন, তিনি নিজের বাড়িতে থাকলেও চা তৈরি করেন। ছোট্ট দোকান দেখতে পেয়ে স্থানীয়দের উৎসহ দিতেই তিনি সেখানে ঢুকে পড়ে চা তৈরি করেছেন। তাদের দলের কর্মীদের সঙ্গেও দেখা করেন মমতা।

710
পঞ্চায়েত ভোটের প্রচার

পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন মমতা। রবিবার গিয়েছেন উত্তরবঙ্গে। কোচবিহারের পর এদিন মমতা সভা করেন জলপাইগুড়িতে।

810
কোচবিহার থেকে বিজেপিকে নিশানা

কোচবিহারের পঞ্চায়েত ভোট থেকে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন জলপাইগুড়িতে।

910
ডুয়ার্সে মমতার টার্গেট

ডুয়ার্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট চা শ্রমিকরা। কারণ এই এলাকায় ভোটাদের একটা বড় অংশই চা শ্রমিকদের মধ্যে পড়ে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান সেই কারণেই চা শ্রমিকদের সঙ্গে জনসংযোগ তৈরি করলেই চা তৈরি করলেন তিনি।

1010
বাংলা জুড়ে প্রচারে মমতা

তৃণমূল সূত্রের খবর এবার পঞ্চায়েত ভোটের জন্য গোটা বাংলা জুড়ে প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার রাজ্যে তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি-সিপিএম আর কংগ্রেস।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos