হাওয়া অফিস সূত্রে খবর, ১৯ জানুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা ফের পৌঁছাবে ১৫ ডিগ্রিতে। এরই সঙ্গে বাড়বে কুয়াশার দাপট। রবিবার পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত কুয়াশা দেখা যেতে পারে।