- Home
- West Bengal
- West Bengal News
- আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
আচমকাই ভোল বদল আবহাওয়ার, সংক্রান্তিতে কি ভাসবে বাংলা? আবহাওয়া নিয়ে এল নয়া আপডেট
পৌষের শেষে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে সাময়িক গরম অনুভূত হলেও, পৌষ সংক্রান্তিতে বঙ্গে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে।

আচমকা বদল আবহাওয়ার। পৌষ শেষে তাপমাত্রার পারদ খানিক উর্ধ্বমুখী। তবে আপাতত শীত বিদায় নিচ্ছে না, এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। সদ্য আবহাওয়া নিয়ে প্রকাশ্যে এল নয়া খবর। জানা যাচ্ছে, এবার পৌষ সংক্রান্তিতে হার কাঁপানো শীত অনুভূত হবে বঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ দক্ষিণের জেলাগুলোতে সকাল থেকেই রোদের ঝলকানিতে হালকা গরমের অনুভব করবে রাজ্যবাসী। একই রকম থাকবে শহর তিলোত্তমার আবহাওয়া। তবে, দক্ষিণের জেলাগুলোতে আজ শীচতের আমেজ থাকবে যথেষ্ট।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের জেলাগুলোতে শীতের আমেজ সামান্য হলেও কমেছে। তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেড়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বাড়ছে গরম। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এরপ্রভাবে বাড়ছে গরম। মঙ্গলবার পর্যন্ত একই থাকবে আবহাওয়া। তাপমাত্রা থাকবে উর্দ্ধমুখী। উত্তর ২৪ পরগনা,বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে আজ থাকবে কুয়াশার দাপট। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তেমনই উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে ভিন্ন। সেখানে থাকবে শীতের তীব্রতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে থাকবে ঠান্ডা। তেমনই কোথাও হতে পারে তুষারপাত।

