আর জি কর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে কী ঘটেছিল ৯ই অগস্ট ভোররাতে? কে বা কারা নৃশংসভাবে ধর্ষণ ও খুন করল ৩১ বছরের ওই চিকিৎসক তরুণীকে? সব প্রশ্নের উত্তর হাতড়ে বেড়াচ্ছে সিবিআই। এরই মধ্যে নয়া ঘটনা।
আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা বাংলা। প্রতিবাদ ও সুবিচারের দাবিতে পথে নেমেছে সবমহল। সাধারণ মানুষ, রাজনৈতিক দল, টলিপাড়া, বুদ্ধিজীবী, আইনজীবী সকলেরই একই দাবি, ন্যায়বিচার।
210
আরজি কর মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ুয়া তরুণীকে খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড়। অপরাধীর শাস্তির দাবিতে উত্তাল গোটা দেশ।
310
এর মধ্যেই ফের শ্লীলতাহানির ঘটনা ঘটল। অভিযোগের তির ফের এক সিভিক পুলিশের বিরুদ্ধে।
410
ইসলামপুর থানা এলাকার প্রভাবশালী এক তৃণমূল নেতার ভাইজিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে।
510
অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম মহম্মদ নাজমুল। ইসলামপুর থানার সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন মহম্মদ নাজমুল নামে ওই সিভিক ভলান্টিয়ার।
বিষয়টি প্রথমে চেপে গেলেও সোমবার ইসলামপুর থানায় নাজমুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এর পর নাজমুলকে গ্রেফতার করে পুলিশ।
810
মঙ্গলবার তাকে আদালতে পেশ করে হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।
910
আরজি কর মেডিক্যালের ঘটনার পর কলকাতা পুলিশের সমস্ত থানার কাছে সিভিক ভলান্টিয়ারদের ‘ক্যারেক্টার সার্টিফিকেট’ চেয়ে পাঠিয়েছে লালবাজার। এরই মধ্যে একাধিক ঘটনায় সিভিক ভলান্টিয়ারদের নাম জড়িয়েছে।