নন্দীগ্রামে গড় রক্ষা হলেও, কাঁথিতে সম্মানের লড়াইয়ে তৃণমূলের কাছে হার শুভেন্দুর

কাঁথি সমবায় ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচন আপাতভাবে সামান্য ঘটনা হলেও, শুভেন্দু অধিকারীর কারণে সম্মানের লড়াইয়ে পরিণত হয়েছিল। সেই লড়াইয়ে হার মানলেন শুভেন্দু।

কাঁথি সমবায় ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঝড়ে উড়ে গেল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। কাঁথিতে শুভেন্দু অধিকারীর পরিবার থাকে। ফলে শুভেন্দুর গড় হিসেবে পরিচিত কাঁথি। কিন্তু সেখানেই শাসক দলকে কোনওরকম লড়াইয়েই ফেলতে পারল না রাজ্যের প্রধান বিরোধী দল। কাঁথি সমবায় ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচনে ১০৮ আসনের মধ্যে ১০১ আসন পেল তৃণমূল কংগ্রেস। বিজেপি পেল মাত্র ৬ আসন। ১ আসনে জয় পেয়েছেন নির্দল প্রার্থী। এই নির্বাচন কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী লড়াইয়ে পরিণত হয়েছিল। বিরোধী দলনেতাকে হারাতে সর্বশক্তি নিয়োগ করেছিল শাসক দল। এই কৌশল কাজে দিল। নিজের অঞ্চলেই পর্যুদস্ত হলেন শুভেন্দু।

সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী!

Latest Videos

নজিরবিহীনভাবে রাজ্যে প্রথমবার কোনও সমবায়ের নির্বাচনে অশান্তি, অনিয়ম, ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখলের মতো অভিযোগ এড়াতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তা সত্ত্বেও রবিবার কাঁথি সমবায় ব্যাঙ্ক লিমিটেডের নির্বাচনে অশান্তি এড়ানো গেল না। এই নির্বাচন উপলক্ষে রবিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুরে উত্তেজনা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রবিবার ভোটগ্রহণের সময় কাঁথি ও এগরার পাঁচ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল। একইসঙ্গে সব বুথেই পুলিশও ছিল। বুথের আশেপাশে অবাঞ্চিত ভিড় এড়ানোর জন্য বিধিনিষেধ জারি করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কাঁথি, রামনগর, হেড়িয়া এবং কোলাঘাটে নির্বাচন চলাকালীন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় ঝামেলা হয়। বিজেপি-র পক্ষ থেকে পথ অবরোধও করা হয়। কিন্তু ভোটের ফলে বাজিমাত করল শাসক দল।

শাসক দলের নিরঙ্কুশ জয়

কাঁথি সমবায় ব্যাঙ্ক লিমিটেডের শাখা পূর্ব মেদিনীপুরের বড় অংশ জুড়ে আছে। বিজেপি শুধু কাঁথি ১ ব্লকে দু’টি আসন, কাঁথি-২ ব্লকের একটি আসন এবং মারিশদার তিন আসনে জয় পেয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'নন্দীগ্রামের বদলা নেব', কাঁথি থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি তৃণমূলকে

রাজনীতি থেকে অবসর নেবেন শিশির অধিকারী? কাঁথি থেকে সৌমেন্দুকে টিকিট দিয়ে কী বার্তা দিল বিজেপি

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী