'রামরেড পুলিশকর্মীদের সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাব' বিস্ফোরক কুণাল ঘোষ

Published : Nov 22, 2024, 07:34 PM IST
Kunal Ghosh

সংক্ষিপ্ত

আবার মন্তব্য কুণাল ঘোষের। 

তাদেরকে তিনি ‘রামরেড’পুলিশ বলে উল্লেখ করলেন এবং অন্তর্ঘাতের অভিযোগ আনলেন। আগামী ২০২৬ সালের নির্বাচনে জিতে সেই সকল পুলিশ অফিসারদের সুন্দরবনে বদলির হুঁশিয়ারি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আর তা নিয়ে শুরু হয়ে গেছে বিতর্ক। ওদিকে আবার পাল্টা জবাব দিয়েছেন বিরোধীরাও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, “এটাই এখন রাজ্যের পরিস্থিতি। কেউ তোলাবাজিতে সমর্থন না করলেই তাঁকে বদলি করে দেওয়া হবে।”

বৃহস্পতিবার নন্দীগ্রামে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি এবং পুলিশের নিষ্ক্রীয়তার প্রতিবাদে সভার আয়োজন করেছিল তৃণমূল। সেখানে যোগ দেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানেই এরপর পুলিশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর কথায়, যারা এখন রাজ্য সরকারে থেকেও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন না। দায়িত্ব-কর্তব্য ভুলে অন্তর্ঘাত করছেন, সেই সমস্ত বামপন্থী পুলিশ কর্মীদের বলছি, ২০২৬ সালের পর সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠানো হবে, তৈরি থাকুন।”

এরপর পুলিশ কর্মীদের নিজের রাজনৈতিক অবস্থান ভুলে প্রকৃত পুলিশকর্মী হিসেবে কাজ করার অনুরোধও জানান তিনি। তবে কুণাল ঘোষের এই বদলির হুঁশিয়ারিতেই তৈরি হয়েছে নয়া বিতর্ক।

এদিকে আবার এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিজেপি নেতা শমীক লাহিড়ি। তাঁর মতে, “তৃণমূলের আমলে পুলিশকে তাদের মতো করে পরিচালনা করা হচ্ছে। কেউ যদি দুর্নীতি কিংবা তোলাবাজিতে সমর্থন না করেন, তাদের এভাবেই হুমকির মুখে পড়তে হয়।”

মাথায় রাখতে হবে বৃহস্পতিবারই নিচুতলার পুলিশ কর্মীদের নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর
"মমতা কিছুই করেননি, মোদীজি যা করেছেন তা ভালো": বন্দে মাতরম নিয়ে বঙ্কিমচন্দ্রের প্রপৌত্র