এবার কী ডিএ মামলার শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফয়সালা হতে পারে। কারণ একে নতুন বেঞ্চ। অন্যদিকে অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে।
512
হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন। এতদিন ডিএ মামলা হয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসএনভাট্টির বেঞ্চে।
612
তাই এবার ডিএ মামলার নতুন বেঞ্চে উঠতে পারে বলেও মনে করছেন সরকারি কর্মীরা
712
সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে চলছে ডিএ মামলা। একাধিকবার পিছিয়েছে শুনানি। এবার যদি শুনানি হয় তাহলে সেটা হবে ১৫তম শুনানি।
812
এবার কী ডিএ মামলার শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফয়সালা হতে পারে।
912
কারণ একে নতুন বেঞ্চ। অন্যদিকে অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আশা ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না।
1012
কেন্দ্রে ও রাজ্য সরকারের মধ্যে বিশাল ডিএ ফারাক রয়েছে। রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে ১৮ শতাংশ হারে ডিএ পান। আর কেন্দ্রের কর্মীরা এখন সপ্তম বেতন কমিশনের অধীনে ৫৩ শতাংশ হারে ডিএ পান।
1112
রাজ্যের সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। কিন্তু তাতে রাজ্য সরকার রাজি নয়।
1212
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে। তাই এবার শুরু কাউন্টডাউনের- মামলায় জিতলেই টাকায় ফুলে ফেঁপে উঠবে অ্যাকাউন্ট-