- Home
- West Bengal
- West Bengal News
- DA Hike: ২৫ মার্চের ডিএ মামলায় জিতলে কত মাসের বকেয়া বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
DA Hike: ২৫ মার্চের ডিএ মামলায় জিতলে কত মাসের বকেয়া বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা?
রাজ্য সরকারি কর্মচারীরা এই ডিএ বা মহার্ঘ্য ভাতা মামলাটি নিয়ে আশাবাদী। মামলাটি সুপ্রিম কোর্টের অগ্রিম তালিকার ৯৫ নম্বরে তালিকাভুক্ত এবং ১৫তম শুনানি ২৫ মার্চ হওয়ার কথা রয়েছে।

সোমবার শপথ গ্রহণের পরই সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনতে পারেন জয়মাল্য বাগচী
সুপ্রিম কোর্টের এই ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নিয়েই আশাবাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।
সুপ্রিম কোর্টে আগামী ২৫ মার্চ উঠতে পারে ডিএ মামলা। তেমনই মনে করছেন রাজ্য সরকারি কর্মীরা।
এতদিন ডিএ মামলা হয়েছে বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি এসএনভাট্টির বেঞ্চে। এই প্রথম সুপ্রিম কোর্টের অ্যাডভান্সড লিস্টে ৯৫ নম্বরে রয়েছে ডিএ মামলা।
এখনও মামলার বেঞ্চ ঠিক হয়নি। হৃষিকেশ রায় অবসর গ্রহণ করেছেন। তাই এবার ডিএ মামলার নতুন বেঞ্চে উঠতে পারে বলেও মনে করছেন সরকারি কর্মীরা
সুপ্রিম কোর্টে প্রায় আড়াই বছর ধরে চলছে ডিএ মামলা। একাধিকবার পিছিয়েছে শুনানি। এবার যদি শুনানি হয় তাহলে সেটা হবে ১৫তম শুনানি।
এবার কী ডিএ মামলার শুনানি হবে? রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে এবারই ডিএ মামলার ফলাফল ঘোষণা হতে পারে।
কারণ একে নতুন বেঞ্চ। অন্যদিকে অ্যাডভান্সড লিস্টে ডিএ মামলা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদের আশা ডিএ মামলা যদি এবার বিচারপতিরা শোনেন তাহলে মামলা শেষ হতে বেশি সময় লাগবে না।
রাজ্যের সরকারি কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ দিতে হবে রাজ্যের সরকারি কর্মীদের। কিন্তু তাতে রাজ্য সরকার রাজি নয়।
সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ মামলা বিস্তারিত শোনার প্রয়োজন রয়েছে।

