মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় এলাকায় সিপিএমের শ্রমিক কৃষক মহিলা এবং যুব সংগঠনের একটি সভায় উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ।
আবারও বিতর্কিত মন্তব্য সিপিএম নেতা শতরূপ ঘোষের। এবার ঘটনাস্থল মালদা। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাকে রীতিমত শাসানিদিতে দেখা গেল। আরজি কর -আন্দোলন প্রসঙ্গেই তিনি সুর চড়িয়ে আক্রমণ করেন শতরূপ ঘোষকে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার উদ্দেশ্যে তিনি বলেন, ' মানুষ ডুগডুগি বাজিয়ে বাঁদর নাচ নাচাবে।'
সোমবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর শহীদ মোড় এলাকায় সিপিএমের শ্রমিক কৃষক মহিলা এবং যুব সংগঠনের একটি সভায় উপস্থিত ছিলেন শতরূপ ঘোষ। সেখানেই তিনি নিশানা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আবদুর রহিম বক্সিকে। তিনি রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, 'পুলিশ যদি সরে যায় তবে তৃণমূল নেতারা গণপিটুনি দিতে পারবে না। পাল্টা মানুষ ডুগডুগি বাজাবে আর রহিম বক্সি বাদর নাচ নাচবে।' তিনি আরও বলেন, আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে ডাক্তাররা আন্দোলন করছে। তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সমস্যা হচ্ছে কেন। তিনি আরও বলেন, সিবিআই যদি সঠিক তদন্ত না করে তাহলে সিবিআইকেই দোষারোপ করা হবে। অন্যদিকে রহিম বক্সিকে আক্রমণ করে শতরূপ আরও বলেন, একটা সময় মালদার রতুয়ার একটি মাদ্রাসার ভোটে অশান্তি করার জন্য রহিম তাঁর ছেলেকে পাঠিয়েছিল। কিন্তু স্থানীয়রা মানুষরা সেখানে জমায়েত করেছিল। আর সেটা দেখেই রহিমের ছেলে পালিয়ে আসে। তিনি আরও বলেন, যদি সেদিন রহিমের ছেলে অশান্তি করত তাহলে বাইকে করে আর বাড়ি ফিরতে পারত না। অ্যাম্বুলেন্সে করে আসতে হত।
সম্প্রতি রহিম বক্সি বলেন, বিরোধীদের গণধোলাই দেওয়ার নিদান দিয়েছিলেন। এদিন তারই পাল্টা দিলেন শতরূপ ঘোষ। যদিও রহিম বক্সি বলেন, যারা ভোটে জিততে পারে না তাদের কথার উত্তর দেওয়ার প্রয়োজন তিনি মনে করেন না।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।