মমতা-নীতিশের বৈঠককে কটাক্ষ, 'কাল্পনিক জোট' বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী

শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় ও নীতিশ কুমারের বৈঠকের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন এই জোট কাল্পনিক। মোদীকে দেশের মানুষ ভরসা করেন।

 

মমতা-নীতিশ বৈঠক নিয়ে তীব্র কটাক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি বিরোধী জোটকে তিনি'কাল্পনিক জোট' বলেও কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, এটি দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ এই রাজনৈতিক ব্যক্তিত্বদের বোকা বানিয়ে ফেলবে। এদিন নবান্নে বিজেপি বিরোধী জোট নিয়ে আলোচনা করেন নীতিশ কুমার, তেজস্বী যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিন জন একত্রে সাংবাদিক বৈঠকও করেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় রীতিমত তুলোধনা করেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর বার্তা-

Latest Videos

সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আর নীতিশ কুমার ও তাঁক ডেপুটি তেজস্বী যাদবের কাছে জানতে চান, বিহারে ৪০টি লোকসভা আসনের মধ্যে তারা কটি তৃণমূলের কাছে ছাড়বে। পাল্টা এই রাজ্যে ৪২টি আসনের মধ্যে তৃণমূল কটা নীতিশ আর তেজস্বীর দলের প্রার্থীদের জন্য ছেড়ে দেবে। এখানেই শেষ নয় শুভেন্দু কটাক্ষ করে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে সর্বভারতীয় শব্দটিকে আলাদাভাবে উল্লেখ করেছেন। যার অর্থ, তৃণমূল এখন আর সর্বভারতীয় দল নয়। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন বিজেপি নেতা।

 

 

এখানেই শেষ নয় বিজেপি বিরোধী জোটকে তিনি কাল্পনিক জোট আখ্যা দিয়েছেন। পাশাপাশি বলেছেন এই জোট নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু মানুষ এই জোট মেনে নেবে না বলেও দাবি করেছেন তিনি। বলেছেন, ভারতীয় জনতা পার্টি এদের সকলের সঙ্গে লড়াই করতে প্রাস্তুত। কারণ ভারতের জনগণ প্রধাননন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেন। তাঁর ওপর আস্থা রাখেন। শুভেন্দু আরও বলেছেব, মোদীর সাহসী আর দূরদর্শী নেতৃত্ব তাঁকে শক্তিশালী করেছে।

এদিন বৈঠক শেষে মমতা জানিয়েছিলেন , তাঁর ব্যক্তিগত কোনও ইগো নেই। তিনি আরও বলেন বিজেপির বিরুদ্ধে একসঙ্গে কাজ করতে তিনি চান। মমতা আরও বলেন জয়প্রকাশ নারায়ণের বিহার থেকেই জোট গঠনের কাজ শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি নীতিশ কুমারকে পাটনাতে বিরোধী রাজনৈতিক দলগুলির সভা ডাকার প্রস্তাব দিয়েছেন বলেও জানিয়েছেন। মমতা আরও বলেন, একজোট হয়েই তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। তিনি এদিন জানিয়ে দেন কংগ্রেসের নেতৃত্বে তাঁর কোনও সমস্যা নেই। অন্যদিকে মমতা বলেন, বিজেপি হিরো হয়েছে। কিন্তু আর কিছুদিন পরেই জিরো হয়ে যাবে। মমতা বলেন দেশের মানুষ এবার বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। নীতিশ কুমার জানিয়েছেন মমতার সঙ্গে তাঁর বৈঠক সফল হয়েছে। আগামী দিনে বিজেপি বিরোধী জোটকে শক্তিশালী করতে এজাতীয় আরও বৈঠক হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের