দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের সবজেলাতেই বৃষ্টি হবে বলেও জনিয়েছে আলিপুর হাওয়া অফিস।
পরিস্থিতি উন্নত
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ২৬ অক্টোবর অর্থাৎ শনিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। এই দিন দুই মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সতর্কতা
আলিপুর হাওয়া অফিস ২৫ অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড়ের কারণে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। উপকূলবর্তী এলাকার মানুষদের সতর্ক করেছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বেশি বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে গত ২৪ ঘণ্টায় দানার প্রভাবে সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের ডায়মন্ডহারবারে। সেখানে ৯৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।