Anulekha Kar | Published : Oct 25, 2024 7:55 AM / Updated: Oct 25 2024, 08:30 AM IST
দানার প্রভাবে শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এই চার জেলায়।
এ ছাড়াও হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়ায়। শুক্রবার সারাদিন রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা।
এ ছাড়াও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে রাজ্যের বেশ কিছু জেলায়। বিকেলের দিকে ধীরে ধীরে কমবে ঝড়।
পূর্ব মেদিনীপুরে সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সাগরদ্বীপ এবং সুন্দরবনে (দক্ষিণ ২৪ পরগনা) ঝড়ের সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ কিমি।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
কলকাতাতে সারাদিন থাকবে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সকালের দিকে ঘণ্টায় ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
শনিবার সকাল থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। রাজ্যজুড়ে কমবে বৃষ্টিপাত। দানার দাপট থাকবে শনিবার পর্যন্ত। তারপর রেশ কাটবে বলে জানিয়েছে হাওয়া অফিস।