ল্যান্ডফলের আগেই জেনে নিন কী কী ক্ষতি হতে পরে দানার দাপটে, রইল ঘূর্ণিঝড়ের বড় আপডেট

Published : Oct 24, 2024, 08:51 PM ISTUpdated : Oct 24, 2024, 08:53 PM IST

দ্রুত গতিতে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা(Cyclone Dana)। ওড়িশায় ল্যান্ডফল করলেও প্রভাব পড়বে এই রাজ্যে। ল্যান্ডফলের সময় কেমন পরিস্থিতি হতে পরে রাজ্যে আভাস দিল আলিপুর হাওয়া অফিস। 

PREV
110
দানার দাপট

দ্রুত গতিতে স্লাইক্লোন দানা এগিয়ে আসছে স্থলভাগের দিকে। ওড়িশার ধামারা থেকে ভিতরকণিকার মধ্যে কোনও স্থানে।

210
দানার দাপট রাজ্যে

দানার দাপটে এই রাজ্যে সবথেকে বেশি প্রভাব পড়বে। উপকূলবর্তী এলাকায় প্রবল ঝড় বৃষ্টি থেকে জলোচ্ছ্বাস -সবই হবে বলে সতর্ক করেছে আলিপুর হাওয়া অফিস।

310
প্রভাব এই জেলায়

ঘূর্ণিঝড় দানার দাপট সবথেকে বেশি পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার সঙ্গে হাও়ড়া, হুগলিতে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়বে।

410
উপকূবর্তী জেলায় সতর্কতা

আলিপুর হাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

510
ঝড়ের সময় হাওয়ার গতিবেগ

আলিপুর হওয়া অফিস জানিয়েছে, যে সময় ঘূর্ণিঝড় ল্যন্ডফল করবে সেই সময় পূর্ব মেদিনীপুরের হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ১২০ কিলোমিটার।

610
উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টি

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে সময় ঘূর্ণিঝড় দানা ল্যান্ডফল করবে সেই সময় উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

710
কী কী ক্ষতি

আলিপুর হাওয়া অফিসে অধিকর্তা জানিয়েছে ঘূর্ণিধড় দানার দাপটে গাছ ভেঙে পড়তে পরে, বিদ্যুৎ পরিষেব ব্যহত হতে পারে। প্রবল বৃষ্টিতে জল জমতে পরে। দক্ষিণবঙ্গ জুড়ে বিদ্যুৎ পরিষেবা ব্যহত হতে পারে।

810
বাঁধের ক্ষতি হতে পারে

উপকূলবর্তী এলাকার প্রশ্ন জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে বাঁধের ক্ষতি হতে পারে। সেই কারণে বিস্তীর্ণ এলাকায় নজরদারি চালান হচ্ছে।

910
ডুবতে পরে নিচু

ভারী বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে যেতে পারে নিচু এলাকা। শহরের নিচু এলাকা থেকেও সাধারণ মানুষদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

1010
ধানের ক্ষতি

আলিপুর হাওয়া জনিয়েছে প্রবল ঝড় ও বৃষ্টির কারণে ক্ষতি হতে পরে কাঁচা ও পাকা ধানের।

click me!

Recommended Stories