ভুলে যান ৬ শতাংশ! বাংলার সরকারি কর্মচারীদের ১০% ডিএ বৃদ্ধি! আচমকা ঘোষণা নবান্নের
সামনের মাস থেকেই মোটা টাকা হাতে আসতে পারে সরকারি কর্মীদের! একধাক্কায় ১০% ডিএ বাড়ানো হল বাংলার সরকারি কর্মীদের। মিলল কনফার্ম খবর! ফেব্রুয়ারিতেই ঢুকতে চলেছে মোটা মাইনে?
Parna Sengupta | Published : Jan 13, 2025 8:34 AM / Updated: Jan 13 2025, 10:01 AM IST
গত কয়েক মাস ধরেই পশ্চিমবঙ্গ উত্তাল ডিএ নিয়ে। কখনো সুখবর আবার কখনো খারাপ খবর রাজ্য সরকারি কর্মচারীদের মন ভারাক্রান্ত করেই চলেছে।
যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal Government Employees) কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সমান হারে ডিএ দাবি করছেন সেই জায়গায় বারবার তাদের হোঁচট খেতে হয়েছে। আর এনিয়েই দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন, বিক্ষোভ।
রাজ্য সরকারি কর্মচারীরা যখন নিজেদের ডিএ না পেয়ে বিক্ষোভ থেকে শুরু করে আন্দোলন চালাচ্ছেন সেই সময় মিলল দুর্দান্ত খবর!
এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দু’দফায় চার শতাংশ করে ৮% ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়।
কিন্তু যখন রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করে সর্বোচ্চ ১৪% এনেছে, সেই সময় আবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আরও ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ৫০ শতাংশে।
স্বাভাবিকভাবেই ফারাক সেই থেকেই যাচ্ছে আকাশ ছোঁয়া।
তবে এমন সব ঘটনার মধ্যেই এবার নতুন একটি ঘোষণা সামনে এলো।
নবান্নের ঘোষণায় স্পষ্ট, ৪%, ৮% ডিএ বৃদ্ধি অতীত, এবার একবারে ১০% ডিএ বৃদ্ধি করা হয়েছে।
এই ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গেরই কিছু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। এমনিতে পশ্চিমবঙ্গের অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় রয়েছেন।
তবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রাজ্য সরকারি কর্মচারী পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন। তাদেরই মধ্যে কিছুজনের ১০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।